এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,০৪ জানুয়ারী : ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পৈতৃক বাড়িতে মঙ্গলবার রাতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা । রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বাড়িতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় । কয়েকটি গাড়িতেও আগুন দিয়েছে বলে জানা গেছে । বিপ্লব দেবের পৈতৃক বাড়ি গোমতী জেলার উদয়পুর পরগনার জামজুরি গ্রামে । আজ বুধবার বাবার মৃত্যুবার্ষিকী উদযাপন করার জন্য গ্রামে আসার কথা ছিল বিপ্লব দেবের । কিন্তু তার আগেই দুর্বৃত্তরা সব কিছু তছনছ করে দিয়েছে । এই ঘটনায় সিপিএমের দিকে অভিযোগের আঙুল উঠছে । সূত্রের দাবি, মঙ্গলবার কাকড়াবনের বিধায়ক রতন চক্রবর্তী কিছু স্থানীয় লোকজনের সঙ্গে বৈঠক করেন । আর তাঁর ওই বৈঠকের পরই হামলার ঘটনা ঘটে । এদিকে হামলার ঘটনার খবর পেয়ে পুলিশের শীর্ষ আধিকারিকরা ও স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পাশাপাশি প্রচুর বিজেপি কর্মী সেখানে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বিপ্লব কুমার দেব ১৯৬৯ সালের ২৫ নভেম্বর ত্রিপুরার গোমতি জেলার রাজধর নগর গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা হারাধন দেব জনসংঘের স্থানীয় নেতা ছিলেন। বিপ্লব দেব ১৯৯৯ সালে ত্রিপুরার উদয়পুর কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন । এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য দিল্লিতে আসেন । দিল্লিতে, তিনি ১৬ বছর ধরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মী হিসাবে কাজ করেছিলেন । মধ্যপ্রদেশ ও সাতনার সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি প্রায় ১০ বছর ধরে সাতনার বিজেপি সাংসদ গণেশ সিংয়ের ব্যক্তিগত সচিব ছিলেন । বিপ্লব দেব ২০১৪ সালে বেনারসে লোকসভা নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার পরিচালনার কাজও করেছিলেন । প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি বিপ্লব দেবকে দিল্লি থেকে ত্রিপুরায় পাঠান। ত্রিপুরা রাজ্য সভাপতির দায়িত্ব পাওয়ার দুই বছরের মধ্যে রাজ্যে গেরুয়া ঝড় বইয়ে দেন । ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১৮ সালে প্রথমবারের মত ত্রিপুরায় ক্ষমতায় আসে বিজেপি । মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ।।