এইদিন ওয়েবডেস্ক,মইরাং(মণিপুর),১৭ জুলাই : শনিবার গভীর রাতে ভূকম্পন অনুভুত হল উত্তর-পূর্ব ভারতে । রিখটার স্কেলে এর তীব্রতা মাপা হয়েছে ৪.৮ । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, মণিপুরের মইরাং(Moirang)পূর্ব ও দক্ষিণ-পূর্ব অংশে ভূকম্পন অনুভূত হয়েছে । ভূমিকম্পের কেন্দ্রটি মাটির ৯৪ কিলোমিটার গভীরে পরিমাপ করা হয়েছে । ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী থেকে ৬৬ কিলোমিটার দূরে । তবে ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে ।
জানা গেছে,শনিবার রাত্রি প্রায় ১১ টা ৪২ নাগাদ মইরাং-এ জুড়ে হঠাৎ তীব্র ভূকম্পন অনুভূত হয় । আতঙ্কে মানুষরা ছুটে বাড়ির বাইরে বেড়িয়ে আসে । উল্লেখ্য, এর আগে ৫ জুলাই আসামেও রিখটার স্কেলে ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল । এই ভূমিকম্পের কেন্দ্রস্থলটি ছিল মাটির ৩৫ কিমি গভীরে । তারপরে অরুণাচল প্রদেশে রিখটার স্কেলে ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল । এবারে ভূমিকম্প হল উত্তর-পূর্ব ভারতের মণিপুর রাজ্যে ।।