এইদিন ওয়েবডেস্ক,মুজাফফরনগর,১৫ জুন : বিয়ার কেনার জন্য এলাকার একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে গিয়েছিলেন বোরখা পরা দুই মুসলিম তরুনী । আর তাদের সেই অপরাধের জন্য নিজেদের সম্প্রদায়ের লোকজনের দ্বারা হয়রানির শিকার হতে হয় তাদের । এমনকি তরুনীদের শিরোচ্ছেদের হুমকিও দেখানো হয় । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । বলা হচ্ছে, ঘটনাটি ঘটেছে গত ১১ জুন উত্তরপ্রদেশের মুজাফফরনগর জেলার নভেলটি চক এলাকার বাকরা মার্কেটে ।
সংবাদমাধ্যম ইউপি তক ভিডিওটি গত ১২ জুন শেয়ার করে টুইট করেছে, ‘মুজাফরনগর থেকে একটি ভিডিও সামনে এসেছে, যাতে কিছু লোক বিয়ার কেনার জন্য এক মহিলাকে হুমকি দিচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে ।’ প্রতিবেদনে বলা হয়েছে,’ মুজাফফরনগরের নগর কোতোয়ালির পাশে একটা বিয়ারের দোকানে বিয়ার কিনতে গিয়েছিল বোরখা পরা দুই মহিলা । তারা বিয়ার কিনে ব্যাগে ভরে বাড়ি ফিরে আসছিল । সেই সময় আদিল, সাজিদ ও শাহনওয়াজ নামে তিন ব্যক্তি ওই দুই মহিলার পথ আটকায় । তারা মহিলাদের শাসাতে শুরু করে । এমনকি তারা মহিলাদের প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ।’
ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে,’তোমরা মুসলিম হয়ে মদ কিনলে কিভাবে? তোমাদের কি একটুও লজ্জা শরম নেই ? তোমরা মুসলিম সম্প্রদায়ের অপমান করছ । ইসলাম কি আমাদের এই শিক্ষা দেয় ? ফের তোমাদের অ্যালকোহল কিনতে দেখা গেলে আমি তোমাদের গলা কেটে ফেলব । তাতে জেল যেতে হয় যাবো ।’ ওই ব্যক্তি আরও ইঙ্গিত করেছিলেন যে হিন্দু মহিলাদের মধ্যে অ্যালকোহল কেনার বিষয়টি সাধারণ হলেও ইসলামে এটি অনুমোদিত নয় ।
রিপোর্টে বলা হয়েছে,দুই মহিলাকে হুমকির ভিডিওটি করেছিল সেই সময় সেখানে উপস্থিত কোনো এক ব্যক্তি । সেই ব্যক্তি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলে নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় । ভিডিওটি নজরে পড়তেই নড়েচড়ে বসে পুলিশ । শেষে পুলিশ ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করে । ইউপি তকের শেয়ার করা ভিডিওতে ধৃত তিন ব্যক্তিকে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতেও দেখা গেছে । তাদের বলতে শোনা যায় ভবিষ্যতে তারা আর এই ধরনের ভুল করবে না ।।

