এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৫ জুন : ২০০৬ সালে অভিনেত্রী রাখি সাওয়ান্তকে জোরপূর্বক চুম্বন করে চরম বিপাকে পড়ে গিয়েছিলেন গায়ক মিকা সিং । ঘটনাটি ঘটে ২০০৬ সালের ১১ জুন মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয় । রাখি সাওয়ান্তের জন্মদিনের পার্টি চলছিল সেখানে । আমন্ত্রিত ছিলেন মিকা সিং । আর তখনই আবেগের বসে রাখিকে চুমু খেয়ে ফেলেন মিকা । অভিনেত্রী এনিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৫৪ (নৃশংসতা) এবং ৩২৩ (আক্রমণ) ধারায় একটি মামলা দায়ের করে । চলতি বছরের এপ্রিলে মিকা সিং পুলিশের নথিভুক্ত এফআইআর এবং পরবর্তী চার্জশিট বাতিল করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হন । আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল ।
বম্বে হাইকোর্টের বিচারপতি এএস গড়করি এবং এসজি ডিজের একটি ডিভিশন বেঞ্চ রাখি সাওয়ান্তের হলফনামাকে বিবেচনায় নিয়ে মামলায় দায়ের করা এফআইআর এবং চার্জশিট বাতিলের নির্দেশ দিয়েছেন । আদালত জানিয়েছে,বিষয়টি বন্ধুত্বপূর্ণ পরিবেশে ঘটে এবং ভুল বোঝাবুঝির কারণে মামলাটি রজু করা হয়েছে । এরপরে হাইকোর্ট এফআইআর ও চার্জশিট খারিজ করে দেয় । এদিকে আদালতের এই রায়ের পরে স্বস্তিতে গায়ক মিকা সিং ।।