এখন আর কিছুই
ভালো লাগে না
আকাশ বাতাস ফুল পাখি
সবকিছুতেই শুধু করোনা।
ভোরের হাওয়া কি মিষ্টি
মন প্রাণ জুড়িয়ে যেতো
কিন্তু আজ সেই অনুভূতি
উপলব্ধি হয়ে আছে মাত্র।
নীল আকাশ দেখলে পরে
হারিয়ে যেতো মনটা উদাস
ফুলের গন্ধ নিয়ে বেড়াতো
শ্রাবণের ওই ঝড়ো বাতাস।
পাখিদের কিচিরমিচির ডাক
আজ আর মনে ধরে না
পৃথিবীর সব সুন্দরতা
ধুয়ে মুছে দিল করোনা।
বদ্ধ ঘরে আজ বসে
দুশ্চিন্তায় প্রহর গোনা
আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি
ভয় দানা বাঁধছে মনের কোণা।
ভয়কে জয় করতে গিয়ে
হেরে যাচ্ছি বারংবার
একটি কথাই ঘুরছে মাথায়
কারো সাথে কি, দেখা হবে না আর।
জীবন মৃত্যুর টানাপোড়েন এ
ভালো কি আর লাগবে ছাই
আকাশ বাতাস ফুল পাখি
হয়তো ভালো লাগছে না তাই।
মনের কোণে স্থায়ী ভাবে
জায়গা নিয়েছে মৃত্যুভয়
পৃথিবীর সুন্দরতা তাই
অনুভব করি না বোধহয়।।