এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),৩০ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের শাঁখাই গ্রামের কাছে একটি মাঠের ধারে শনিবার বিকেল নাগাদ একের পর এক হনুমান অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনা ঘটনা ঘটেছে । একটি গাছে হনুমানের দল লাফালাফি করার সময় হঠাৎ একের পর এক অসুস্থ হয়ে নিচে পড়ে মারা যায় । এখনও পর্যন্ত তিনটি হনুমানের দেহ উদ্ধার হয়েছে। ওই অবলা পশুগুলির মুখ দিয়ে গাঁজলা ও রক্ত বের হতে দেখা যায় । এই প্রকার লক্ষণ দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ যে কেউ বা কারা হনুমানগুলিকে বিষ মেশানো খাবার দিয়ে পরিকল্পিতভাবে মেরে ফেলেছে । তবে কে বা কারা এই প্রকার বর্বরোচিত কাজ করেছে তা এখনো স্পষ্ট নয় । গুরুতর অসুস্থ আরও কয়েকটা হনুমান মারা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
ফসলের ক্ষতি করার কারনেই কোনো চাষি এই প্রকার অমানবিক হত্যাকান্ড ঘটিয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়দের একাংশ । তাদের দাবি, বনদপ্তর থানায় অভিযোগ দায়ের করুক এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক । কাটোয়া মহকুমা বন আধিকারিক শিবপ্রসাদ সিনহা জানিয়েছেন, হনুমানগুলির দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।