দিব্যেন্দু রায়,কাটোয়া,০৯ মে : তিন দিন ধরে নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হল পুর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক বিধবা বৃদ্ধার পচাগলা মৃতদেহ । বৃদ্ধার নাম রেবতী পাল(৭৩) । তাঁর বাড়ি কাটোয়া থানার আলমপুর গ্রামের ষষ্ঠিতলায় । মঙ্গলবার সকালে আলমপুর গ্রামের অদূরে একটি পুকুর থেকে পুলিশ বৃদ্ধার মৃতদেহটি উদ্ধার করে । পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । প্রাথমিকভাবে অনুমান জলে ডুবে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,রেবতী পালের স্বামী সনাতন পাল বেশ কয়েকবছর আগে মারা গেছেন । তাঁদের তিন ছেলে এক মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে । মেয়ে বর্ণালী দেওয়ানজির শ্বশুরবাড়ি কাটোয়া থানার অন্তর্গত গাঁফুলিয়া গ্রামে । দিন তিনেক আগে গাঁফুলিয়াতে ধর্মরাজের পুজো ছিল । সেই উপলক্ষে ওই দি মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রেবতী পাল । কিন্তু তারপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি । শেষে এদিন আলমপুর গ্রাম থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠের মধ্যে ওই বৃদ্ধাকে ভাসতে দেখে গ্রামবাসীরা । খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি পুকুরের জল থেকে উদ্ধার করে । পুলিশ জানিয়েছে,ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে ।।