যখন ব্রহ্মান্ড তৈরি হয়নি তখন মহাব্যাপ্ত ছিল
একমাত্র অখন্ড মহাচৈতন্য,
ছিল সুপ্ত সুগভীয় অন্ধকারে,
তারপর ? বেশ তো ছিল সব কিছু তখন
এগুলো আনবার দরকার পড়ল তোমার
অর্থাৎ কুবুদ্ধি জাগলো আর কি ?
তাই তোমার সংকল্পে তারা সবাই এল গুটি গুটি
শুরু হয়ে গেল সৃষ্টি আর বিনাশ,
আলো আর অন্ধকার, ভালো আর মন্দের লড়াই
আনন্দ নগন্য পাবে দুঃখ পাবে অসহ্য
বাঃ রে বিধাতা ! নাম দিলে তার লীলা
অকল্পনীয় সব লোভ ছড়িয়ে রাখলে সর্বত্র
তার মধ্যে জীবন কাটাতে গেলে
গায়ে কাদা লাগবেই অর্থাৎ অর্জিত হবে পাপ
আর তারপর সেই ঘোরাবে তোমাকে ঘুরপাক
যার নাম ‘কর্মের ফল’ তোমার কোনও দোষ নেই
সব দোষ পদ্ধতির আপনি হয়ে গেল
তখন সব ব্যস্ত আর তুমি পড়লে ঘুমিয়ে
পারো তো জাগাও ভয়ংকর এই সব শক্তির
বিরুদ্ধে আগে জেতো তারপর তো ঘুম ভাঙবে
কিন্তু প্রশ্ন একটাই শুরু করে ছিল প্রথমে কে ?
ভূমিকার বন্টন কে করে ছিল,
দেব-দানব-মানুষের ভূমিকা ?
তাহলে তুমি একজন একনায়ক ? তবে উঁচু মানের
কারন নিখিল বিশ্বটা তো তুমিই গড়েছ ।।