এইদিন ওয়েবডেস্ক,কালনা(পূর্ব বর্ধমান),২৩ নভেম্বর : স্বামী কর্মসুত্রে ভিন রাজ্যে থাকেন । এদিকে স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী । বাড়িতে কিশোরীকে মেয়েকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়েও যান ওই মহিলা । তাই স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে ফেরানোর উদ্দেশ্যে বাড়ি ফিরে আসেন স্বামী । বাড়ি ফেরার পর স্ত্রীকে তিনি বোঝানোর চেষ্টাও করেন । কিন্তু স্বামীর কোনও কথায় কর্ণপাত না করে তাঁর সামনেই প্রেমিকের বাইকে চেপে পালিয়ে গেলেন স্ত্রী । আর এই ঘটনার পরেই লজ্জায়,অপমানে শ্বশুরবাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন স্বামী । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার থানার সাহাপুর বেলতলা এলাকায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুদেব দে (৩৯) । পাশের বাঘনাপাড়া খাসপুর এলাকায় তাঁর বাড়ি । সোমবার রাতে শ্বশুরবাড়ির চিলেকোঠার ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ । মঙ্গলবার কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয় ।
জানা গিয়েছে, প্রায় ১৮ বছর আগে কালনার থানার সাহাপুর বেলতলার বাসিন্দা অজয় দেবনাথের মেয়ের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় সুদেব দে নামে ওই যুবকের । তাঁদের একটি মেয়ে রয়েছে । সুদেববাবু কর্মসুত্রে চেন্নাইয়ে থাকতেন । বছরে দু’একবার বাড়ি ফিরতেন । এদিকে স্বামীর অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী । সুদেববাবুর মেয়ে সুইটির কথায়, ‘কালীপুজোর আগে ওই লোকটার সঙ্গে মা কোথায় চলে যায় । বাবাকে বিষয়টি জানাই । খবর শুনেই দিন দুয়েকের মধ্যেই বাবা বাড়ি ফিরে আসে । মা’কে বোঝানোর অনেক চেষ্টা করেছে বাবা । কিন্তু মা তাঁর কোনও কথা শোনেনি । উলটে বাবাকে অপমান করত মা ।’
জানা গেছে,সুদেববাবু তাঁর স্ত্রীকে বোঝানোর জন্য শ্বশুর অজয়বাবুকে অনুরোধ করেন । অজয়বাবুও তাঁর মেয়েকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেন । কিন্তু পরকীয়ায় মজে থাকা তাঁর মেয়ে কোনও কথা শোনেননি । শেষে সোমবার সবার সামনে দিয়ে প্রেমিকের বাইকে চেপে পালিয়ে যান সুদেববাবুর স্ত্রী । আর ওইদিন রাতেই শ্বশুরবাড়ির চিলেকোঠার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন সুদেববাবু ।
এদিকে এই ঘটনার জন্য নিজের মেয়েকেই দায়ি করেছেন মৃতের শ্বশুর অজয় দেবনাথ । তিনি বলেন, ‘জামাই আমাদের বাড়িতেই ছিল । সবার চোখের সামনে মেয়ে পালিয়ে যায় । সেই কারনে জামাই মানসিক যন্ত্রনায় ভুগছিল । কিন্তু শেষ পর্যন্ত জামাই যে আত্মঘাতী হবে কল্পনাও করতে পারিনি ।’
জানা গেছে,মৃতের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ । তাতে লেখা আছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয় । আমি লজ্জায় আত্মহননের পথ বেছে নিলাম ।’ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে পুলিশ ।।