এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১৭ সেপ্টেম্বর : সম্প্রতি কোরান পোড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের নেত্রী ভ্যালেন্টিনা গোমেজ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ থেকে ইসলাম নির্মূল করার শপথ নিয়েছেন । “মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন” প্রচারণার সমর্থক ভ্যালেন্টিনা গোমেজ ব্রিটিশ রাজনীতিবিদ টমি রবিনসন আয়োজিত ব্রিটেনে অভিবাসন বিরোধী সমাবেশে অংশ নিয়ে এই ঘোষণা করেন৷ সেই সময় স্টেডিয়ামে উপস্থিত জনতা হাততালিতে ফেটে পড়েন ৷ তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে শিশু নির্যাতনকারীদের, অর্থাৎ শিশুদের যৌন নির্যাতনকারীদের রক্ষক বলেও বিদ্রুপ করেছেন ৷
প্রসঙ্গত,সাম্প্রতিক সময়ে ব্রিটিশ মেয়েরা ব্যাপক হারে পাকিস্তান,বাংলাদেশ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকান মুসলিম উদ্বাস্তুদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হচ্ছে । কিন্তু বামপন্থী স্টারমারের বিরুদ্ধে ব্রিটেনের প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনকালে মেয়েদের যৌন নির্যাতনের ঘটনাগুলি লঘু করে দেখানোর অভিযোগ উঠেছে । ব্রিটেনে গিয়ে এই ঘৃণ্য কাজ মূলত পাকিস্তানি মুসলমানরা করেছে । সমাবেশে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গোমেজ বলেন, তাদের দেশে ধর্ষণ ঘটছে এবং তারা এতে মনোযোগ দিচ্ছে না। তিনি ব্রিটেনের মুসলমানদের উদ্দেশ্যে বলেন, বিশ্বে ৫৭টি মুসলিম দেশ আছে,সেখানে চলে যাও ।
এর আগে ফায়ার গান দিয়ে একটা কোরানের কপি পোড়াতে দেখা গিয়েছিল ভ্যালেন্টিনা গোমেজকে । সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছিলেন তিনি । এই ভিডিও ভাইরাল হওয়ার পর, তাকে মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করা হয়েছিল। অনেক খুনের হুমকিও পেয়েছিলেন তিনি ।।

