এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২২ জুন : ধর্মনিন্দার অভিযোগে বাংলাদেশের এক হিন্দু বৃদ্ধকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ঘিরে ধরে নির্মমভাবে মারধর করল মুসলিম জনতা । বাবাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হল বৃদ্ধের ছেলেকেও । ঘটনাটি ঘটেছে আজ রবিবার সকালে বাংলাদেশের লালমনিরহাট (Lalmonirhat) জেলার ঘোষালা বাজারে (Ghosala Bazar) । হতভাগ্য বৃদ্ধের নাম পরেশ শীল (৬০)৷ তাঁকে বাঁচাতে আহত হয়েছেন বৃদ্ধের ছেলে বিষ্ণু শীল (৩৩) । হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে উলটে হতভাগ্য পিতাপুত্রকেই গ্রেপ্তার করেছে বাংলাদেশের পুলিশ । দেখুন ভিডিও 👇
জানা গেছে,পেশায় নরসুন্দর পরেশ শীল ও বিষ্ণু শীলের একটা সেলুন রয়েছে লালমনিরহাটের গোশালা বাজারে । আজ একজন পরিচিত মুসলিম খরিদ্দারের সঙ্গে পরেশ শীলের ধর্মীয় বিষয়ে আলোচনা হয় । পরে ওই খরিদ্দার গিয়ে তার স্বজাতীয়দের কাছে গিয়ে জানায় যে পরেশ শীল নাকি তাদের নবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন৷ এরপর একদল মৌলবাদী এসে বৃদ্ধকে ঘিরে ধরে ব্যাপক মারধর শুরু করে ৷ এদিকে বাবাকে ধর্মোন্মাদদের হাত থেকে বাঁচাতে ছুটে আসেন বিষ্ণু শীল । কিন্তু ধর্মোন্মাদের দল তাকে ধরেও ব্যাপক মারধর করে । এই ঘটনায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে ৷।

