এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৪ জুন : আজ শনিবার বিকেলে ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, ইরানের পারমাণবিক প্রকল্পের নয়জন বরিষ্ঠ জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞকে ISDF হত্যা করেছে। আইডিএফ আরও জানিয়েছে, নয়জনের মধ্যে দুটি ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক অস্ত্র অর্জনের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল।আইডিএফের গোয়েন্দা শাখার সংগৃহীত গোয়েন্দা তথ্যের কারণেই ইসলামিক প্রজাতন্ত্রের কর্মকর্তাদের হত্যা করা সম্ভব হয়েছিল বলে জানানো হয়েছে ।
ইরানের গণমাধ্যমও জানিয়েছে, দেশজুড়ে ইসরায়েলের হামলার পর আজ ইসরায়েলি বিমান হামলায় তিন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ওই ৩ পরমাণু বিজ্ঞানী হলেন আলী বোকাই করিমি, মনসুর আসগারি এবং সাঈদ বোরজি । সংবাদমাধ্যম গুলিতে এটিকে “হত্যাকাণ্ড” হিসাবে বর্ণনা করা হয়েছে । আইআরজিসি-অনুমোদিত তাসনিম নিউজ এজেন্সির পূর্ববর্তী প্রতিবেদন অনুসারে আরও ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা শনিবার জানিয়েছেন যে তারা ইরান জুড়ে দুটি পারমাণবিক স্থাপনা সহ ১৫০ টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং আরও নয়জন বরিষ্ঠ ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ।।

