এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ মার্চ : শুধু হিযবুত, জামাত ইসলামি ও বিএনপি নয়, শেখ হাসিনার দল আওয়ামী লীগের এমন কিছু নেতা আছেন যারা হিন্দু বিদ্বেষী বলে পরিচিত । কিন্তু দেশে শাসন ক্ষমতার পরিবর্তন হওয়ার সাথে সাথেই ওই নেতারা এখন হিন্দু অধ্যুষিত ভারতে এসে আত্মগোপন করে আছেন । তাদের মধ্যে অন্যতম হলেন বাহাউদ্দিন বাহার । বার্তা সেন্টার ২০২৪ সালের ১ সেপ্টেম্বর একটা টুইটে জানিয়েছিল, ‘কুমিল্লার প্রাক্তন এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রাক্তন মেয়র তাহসিন বাহার সুচনা ভারতে পালিয়েছেন। বর্তমানে বাবা মেয়ে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন।’ তবে কে এবং কোন দলের ওই নেতা তা জানানো হয়নি ।
সেই প্রসঙ্গ ফের উত্থাপন করে ইংরাজি সাপ্তাহিক পত্রিকা ব্লিটজের সম্পাদক সালহা উদ্দিন শোয়েব চৌধুরী এক্স-এ আজ ফের লিখেছেন,’হিন্দু-বিদ্বেষী আওয়ামী লীগ এমপি এবং তার মেয়ে গত বছরের আগস্ট মাস থেকে ভারতে আছেন। বাংলাদেশের কুমিল্লা-৬ আসনের এমপি একেএম বাহাউদ্দিন বাহার ৪ অক্টোবর, ২০২৩ তারিখে দুর্গাপূজা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। তার মেয়ে তাহসিন বাহার সূচনাও একজন হিন্দু -বিদ্বেষী । ২০২৩ সালে, বাহাউদ্দিন দুর্গাপূজাকে মদের উৎসব বলে অভিহিত করেছিলেন এবং দাবি করেছিলেন যে যদি মদ্যপান কমানো হয়, তাহলে বাংলাদেশে পূজা মণ্ডপের সংখ্যা কমে যাবে।’ তিনি লিখেছেন,’ভারতের হিন্দুদের কি এই অপরাধীদের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত নয় এবং তাদের গ্রেপ্তার এবং নির্বাসনের দাবি করা উচিত নয়?’
কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগের একজন কুখ্যাত সাংসদ ছিলেন বাহাউদ্দিন বাহার, যিনি দুর্গাপূজা নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন, তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাহাউদ্দিন এবং তার মেয়ে তাহসিন বাহার সূচনা সংঘাত-বিধ্বস্ত বাংলাদেশ থেকে অবৈধভাবে পালিয়ে কলকাতায় চলে আসেন। তিনি বর্তমানে কলকাতায় একজন রাজনীতিবিদের সাথে থাকেন এবং প্রতিদিন তার থাকার জন্য ১০ হাজার টাকা খরচ হয় বলে দাবি করেছিল ইংরাজি মিডিয়া আউটলেট ওপি ইন্ডিয়া ।
বাহাউদ্দিনের মেয়ে তাহসিন ২০২৪ সালের ২৯ আগস্ট রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার চরনাল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তার একদিন পর, সে ফেসবুকে সক্রিয় হয়ে ওঠেন । ৩১শে আগস্ট বক্সনগরে একদিন থাকার পর তিনি কলকাতায় পৌঁছান। তার অবৈধ অভিবাসনে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী সহায়তা করেছিলেন। খবর অনুসারে, বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে লন্ডনে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন।বাহাউদ্দিন এদিকে ইতিমধ্যেই বাহারের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগানো হয়েছে । ২০২৪ সালের ৫ই আগস্টের আগে সরকারবিরোধী বিক্ষোভকারীদের একটি দল বাংলাদেশের কুমিল্লা শহরের মনোহরপুর মুন্সেফবাড়ি এলাকায় অবস্থিত বাহাউদ্দিন বাহারের বাড়িতে হামলা চালায় । সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা তার বাড়িতে হামলা চালাচ্ছে এবং পরে আগুন ধরিয়ে দিচ্ছে।
২০২৩ সালের ৪ঠা অক্টোবর, আওয়ামী লীগের সাংসদ (কুমিল্লা-৬ আসন) বাহাউদ্দিন বাহার দুর্গা পূজাকে ‘মদযুক্ত পূজা’ (মদের উৎসব) হিসেবে আখ্যা দিয়েছিলেন । বাহাউদ্দিন বাহার আরও দাবি করেন যে, যদি মদের ব্যবহার কমানো হয়, তাহলে পূজা মণ্ডপের সংখ্যা কমে যাবে। ২০২২ সালের বছরের ১২ অক্টোবর ‘মদের সাথে দুর্গা পূজা’ যুক্ত করে তিনি একই রকম মন্তব্য করেছিলেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত এই ঘটনা নিশ্চিত করেন । দুর্গা পূজাকে লক্ষ্য করে হিন্দুরা যখন প্রতিবাদ মিছিল বের করে, তখন তারা ‘ছাত্রলীগ’ এবং ‘যুবলীগ’-এর সমর্থকদের হামলার শিকার হন।।