এইদিন ওয়েবডেস্ক,কুমিল্লা,১৪ মার্চ : লাভ জিহাদের ফাঁদে ফেলতে ব্যর্থ হয়ে এক হিন্দু কিশোরীকে অপহরণের ঘটনা ঘটেছে বাংলাদেশে ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের কুমিল্লা । অপহৃতা কিশোরীর নাম সুরভী রানী দে (১৭)। সুরভী কুমিল্লা ওমেন্স কলেজের এইচএসসি-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী । গত ১১ মার্চ সকাল ১১ টা নাগাদ টিউশন পড়তে যাওয়ার পথে সাইফুল ইসলাম নামে এক যুবক ও তার বন্ধুরা মিলে কিশোরীকে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় । মেয়েকে কোথাও খুঁজে না পেয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটা অভিযোগ দায়ের করেন অপহৃতা কিশোরীর বাবা রাজপুর এলাকার বাসিন্দা নির্মল চন্দ্র দে ।
অভিযোগপত্রে তিনি জানিয়েছেন,কলেজ ও টিউশন যাওয়ার পথে সাইফুল ইসলাম নামে এক যুবক তার মেয়েকে দীর্ঘ দিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল । কিন্তু তার এই প্রস্তাবে রাজি হয়নি তার মেয়ে । একদিন আবার বিয়ের প্রস্তাবও দেয় সাইফুল। বিষয়টি বাড়িতে এসে জানায় সুরভী । এরপর তিনি সাইফুল ইসলামকে সতর্ক করে দিয়েছিলেন । কিন্তু ১১ মার্চ সকালে তার মেয়ে টিউশন পড়ে যখন বাড়ি ফিরছিল সেই সময় সাইফুল ইসলাম তার বন্ধুদের সঙ্গে একটা সিএনজি গাড়িতে চড়ে এসে তার মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় । সেই সময় তার মেয়ের সঙ্গে মেয়ের বন্ধবী পিঙ্কি ছিল । তার সামনেই এই অপহরণের ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান ।
নির্মল চন্দ্র দে অপহরণকারীর বিবরণে জানিয়েছেন, অপহরণকারীর নাম শরিফুল ইসলাম,বাবা শাহজাহান মিয়া, মা আছিয়া বেগম, বাড়ি নরসিংদী সদর থানার পাঁচদোনা এলাকার কল্যাণপুর গ্রামে । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কুমিল্লা ও নরসিংদী জেলার সকল হিন্দুদের কাছে তার মেয়েকে উদ্ধারের জন্য কাতর আবেদন জানিয়েছেন ।।