এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০৮ মার্চ : চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে এক কলেজছাত্রী গনধর্ষণের ঘটনা ঘটেছে । আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে সীতাকুণ্ড থানার পুলিশকে খবর দেয় । বেলা ৩টার দিকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, দুপুরে এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকত এলাকায় ঘুরতে যান ওই শিক্ষার্থী। ওই এলাকার বেড়িবাঁধ পার হয়ে পশ্চিমে বাগানের ভেতরে সাগরপাড়ে যাওয়ার সময় চার যুবক তাকে জোর করে উপকূলীয় বনের বাগান এলাকায় নিয়ে যায়। এ সময় বখাটেরা সঙ্গে থাকা বন্ধুকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে বলে জানা গেছে। ওসি মুজিবুর রহমান আরও জানান, সংঘবদ্ধ ধর্ষণের খবর পেয়ে তাঁরা শিক্ষার্থীকে উদ্ধার করেন। ভুক্তভোগীর সঙ্গে প্রাথমিকভাবে আলাপ করা হয়েছে। অভিযোগ দায়েরের পর এই বিষয়ে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলির হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা চলে আসার পর থেকেই কার যত নৈরাজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে । সব থেকে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে সে দেশের নারীরা । শিশু কন্যা থেকে শুরু করে বৃদ্ধারা পর্যন্ত নরপশুদের লালসার শিকার হচ্ছে বাংলাদেশে ।।
College girl gang-raped on Chittagong beach in broad daylight on Women’s Day