এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৫ নভেম্বর : বাংলাদেশের হিন্দুদের প্রতিবাদের প্রধান মুখ চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে মহম্মদ ইউনুসের পুলিশ । ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) ডিবির পরিচয় দিয়ে তাকে আজ সোমবার ঢাকা বিমানবন্দর থেকে তুলে কোনো অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছেন। গাড়ির নম্বর “ঢাকা মেট্রো চ-৫২১১৬১” ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুমান করা হচ্ছে যে ইসকনের ওই সন্ন্যাসীকে ঢাকায় ডিবির সদর কার্যালয়ে রাখা হয়েছে । এদিকে এই ঘটনায় একদিকে বাংলাদেশের হিন্দুদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে, অন্যদিকে প্রতিবাদের ঝড় উঠেছে । দেশের সকল সনাতনিকে ঢাকার ডিবির কার্যালয়ের সামনে জড়ো হওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আহ্বান জানানো হচ্ছে৷
প্রসঙ্গত,গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল মহম্মদ ফিরোজ খান নামে কট্টর ইসলামি রাজনৈতিক দল বিএনপির এক কর্মী । ঢাকার কোতোয়ালি থানায় দায়ের করা ওই মামলায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়েছিল । চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা দায়ের করে মহম্মদ ইউনুসের পুলিশ । মামলার পরই রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ নামে দু’জনকে গ্রেপ্তারও করা হয় । তারা হলেন- ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ। এই মামলায় অভিযুক্তদের তালিকায় রাখা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (৩৮), চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডঃ কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) এবং হৃদয় দাস (২৫) সহ আরও অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে৷ তবে জাতীয় পতাকার অবমাননার অভিযোগটি একেবারেই ভুয়ো বলে দাবি করা হচ্ছে৷ হিন্দুদের অভিযোগ, প্রকাশ্যে জাতীয় পতাকার উপর পা রেখে নামাজ পড়ার অনেক ছবি সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও ওই সমস্ত মুসলিম ব্যক্তিদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি । অথচ শুধু হিন্দু হওয়ার অপরাধে এবং জিহাদি হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় হিন্দুদের নিশানা করছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্ধমান বাংলাদেশের জঙ্গি সরকার ।।