এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ আগস্ট : বাংলাদেশের কট্টর ইসলামি মৌলবাদের উত্থান হতেই ৪,০৯৬ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর ‘হাই অ্যালার্ট’ জারি করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) ৷ পাশাপাশি বিএসএফ মহাপরিচালক (ভারপ্রাপ্ত) দলজিৎ সিং চৌধুরী এবং অন্যান্য সিনিয়র কমান্ডাররা নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে কলকাতায় অবতরণ করেছেন বলে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে ।
একজন সিনিয়র অফিসার পিটিআইকে জানিয়েছেন, বাহিনীটি তার সমস্ত ফিল্ড কমান্ডারকে “ফিল্ডে” থাকতে এবং “সীমান্ত ডিউটিতে সমস্ত কর্মীকে অবিলম্বে মোতায়েন করার নির্দেশ দিয়েছে । তিনি বলেন, বাংলাদেশ ব্যাপক বিক্ষোভ প্রত্যক্ষ করার পর গত কয়েক সপ্তাহে বাংলাদেশ সীমান্তে নিযুক্ত সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং এখন সমস্ত ইউনিটকে ‘সর্ব্দা সতর্ক অবস্থান গ্রহণ করতে’ বলা হয়েছে৷
দেশের পাঁচটি রাজ্য বরাবর বিএসএফ দেশের পূর্ব প্রান্তে ভারতীয় ফ্রন্টকে পাহারা দেয় । তার মধ্যে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার, মেঘালয় ৪৪৩ কিলোমিটার,আসাম ২৬২ কিলোমিটার,মিজোরাম ৩১৮ কিলোমিটার এবং বাকি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সাথে মোট ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত ভাগ করে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেছেন এবং দেশ ত্যাগ করেছেন, বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তার সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের মধ্যে যা গত দুই দিনে ১০৬ জনেরও বেশি প্রাণ হারিয়েছে । যদিও তার পদত্যাগ এবং ঢাকা ছাড়ার বিষয়ে সেদেশের তরফে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি । যেটুকু জানা যাচ্ছে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে । তবে শেখ হাসিনার পতনের পিছনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা প্রশ্ন চিহ্নের মুখে ফেলেছে ।।