এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৯ মে : গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তাল-আস-সুলতান শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলায় খতম হয়েছে বেশ কিছু হামাস সন্ত্রাসী । সন্ত্রাসীরা শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের মাঝে আশ্রয় নেওয়ায় মহিলা,শিশুসহ বেশ কিছুজনের বেঘোরে প্রাণ গেছে । আর এটাকেই হাতিয়ার করছে সন্ত্রাসী সংগঠন হামাসসহ বিশ্বের কিছু ইসলামি রাষ্ট্র । ভারতের তথাকথিত সেকুলাররাও রাফা শহরে ইসরায়েলি হামলায় ‘চরম উদ্বিগ্ন’ বলে মনে হচ্ছে । বিশেষ করে মুম্বাইয়ের বলিউড ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা ফিলিস্তিনিদের জন্য রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছেন । এই তালিকায় সর্বপ্রথমে নাম রয়েছে নুশ্রত্ত ভারুকছার (Nushrratt Bharuccha) ও আয়েশা খানের (Ayesha Khan) । বিগ বস ১৭-এর আয়েশা খান রাফাহ-তে ইসরায়েলি বিমান হামলার নিন্দা করার সময় হাউহাউ করে কেঁদে ফেলেন । অন্যদিকে গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে সন্ত্রাসী হামাস যখন হামলা চালায় তখন সেখানে ছিলেন নুশ্রত্ত ভারুকছার । প্রাণ বাঁচাতে তিনি একটি বেসমেন্টে গিয় লুকান । পরে ইসরায়েলের সহযোগিতায় ভারত সরকার তাকে উদ্ধার করে আনে । এজন্য একটা ভিডিও বার্তায় ইসরায়েল ও ভারত সরকারকে ধন্যবাদও জানিয়েছিলেন ওই অভিনেত্রী । এখন তিনি রাফা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলের মুন্ডুপাত করছেন ।
রাফা নিয়ে উদ্বেগ প্রকাশকারী বলিউড অভিনেতা অভিনেত্রীর তালিকা এখানেই শেষ নয় । ওই তালিকায় নাম রয়েছে রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা,আলিয়া ভাট, মাধুরী দীক্ষিতসহ আরও বেশ কয়েকজন । রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহও । তিনি ইনস্টাগ্রামে একটি গল্প পোস্ট করে রাফার প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন । তারা ‘অল আইজ অন রাফা’ ট্রেন্ড চালাচ্ছেন । আলিয়া তার ইনস্টাগ্রামে ‘দ্য মাদারহুড হোম’-এ আরও একটা পোস্ট পুনরায় শেয়ার করেছেন। যেখানে লিখেছেন ‘অল আইজ অন রাফা’ যে পোস্টটিতে লেখা হয়েছে যে ‘প্রেম, নিরাপত্তা, শান্তি এবং জীবন’ এমন জিনিস যা প্রতিটি শিশুর অধিকার।
এদিকে নেটিজেনরা ‘বয়কট বলিউড’ পালটা ট্রেন্ড চালিয়ে ওই সমস্ত তথাকথিত মানবতাবাদীদের প্রশ্ন করছেন যে তারা কি সেই কাশ্মীরি হিন্দুদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন যারা গণহত্যা এবং ধর্ষণের শিকার হয়ে নিজের দেশেই বাস্তুচ্যতের জীবন যাপন করছে ?লোকেরা আরও জিজ্ঞাসা করছে যে তারা কি কখনও ‘লাভ জিহাদ’ এবং ভারতের মুসলিম সম্প্রদায়ের মৌলবাদীদের দ্বারা পরিচালিত অন্যান্য অপরাধমূলক ঘটনার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন? পাকিস্তান ও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে কখনো তারা আওয়াজ তোলেনি বলেও মনে করিয়ে দিচ্ছে নেটিজেনরা। যেখানে তারা এমন একটি ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যার সাথে ভারতের কোনো সম্পর্ক নেই। আসলে রাফাহ হল ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবস্থিত একটি শহর।
সাধারণ মানুষ এই সেলিব্রেটিদের জিজ্ঞাসা করছে তারা কি কখনো হিন্দুদের শোভাযাত্রায় হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে? একই সাথে, কেউ কেউ অভিযোগ করেছেন যে এই সেলিব্রিটিরা পিআর টিম এর কাছে টাকা নেয় এবং স্ট্যাটাস-স্টোরি-পোস্টে কী অন্তর্ভুক্ত করবে তা নির্ধারণ করে পিআর টিম।
পাশাপাশি আরও একটা পুরনো ভিডিও ভাইরাল হয়েছে । যে ভিডিওতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সামনে বলিউড অভিনেতাদের উপস্থিত থাকতে দেখা গেছে । মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অভিনেতা সুনীল শেঠিকে বলতে শোনা গেছে,’আপনিই বয়কট বলিউড ট্রেন্ড থেকে আমাদের বাঁচাতে পারেন ।’।