এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৭ মে : অভিনেত্রী রশ্মিকা মান্দানা মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক অটল সেতুর পাশাপাশি ভারতের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে একটি ভিডিও শেয়ার করেছেন । বিগত ১০ বছর ধরে ভারতের উন্নয়নকে তিনি ‘অবিশ্বাস্য’ বলে অবিহিত করেছেন । পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন ‘ভোট ফর ডেভেলপমেন্ট’-এর জন্য । অভিনেত্রীর ভিডিওটি শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন,’একেবারেই ! মানুষকে সংযুক্ত করা এবং জীবনকে উন্নত করার চেয়ে সন্তোষজনক আর কিছুই নেই ।’
রশ্মিকা মান্দানা দক্ষিণের পাশাপাশি হিন্দিভাষী রাজ্যেও খুব জনপ্রিয় হয়ে উঠেছেন। ভক্তরা তাকে জাতীয় ক্রাশ(National Crush) হিসেবে অবিহিত করে । অভিনেত্রী রশ্মিকাকে শেষ দেখা গিয়েছিল অ্যানিমেল ছবিতে। ছবিতে তার অভিনয় মানুষ ভীষণ পছন্দ করেছে । বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন অভিনেত্রী। মুম্বাইতে তার সাম্প্রতিক সফরের সময়, তিনি বিগত দশকে ভারতের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক অটল সেতুর প্রশংসা করে তিনি বলেছন যে দুই ঘন্টার যাত্রা এখন মাত্র ২০ মিনিটে সম্ভব হয়েছে।
অভিনেত্রী তার এক্স হ্যান্ডেলে ট্রান্স হারবার লিঙ্কে তার ভ্রমণের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তিনি শেয়ার করেছেন কীভাবে দেশের ইঞ্জিনিয়ারিং বিস্ময় একটি নতুন ভারতের দরজা খুলে দিয়েছে । ভিডিওতে তিনি ভারতের উন্নয়ন এবং ভবিষ্যতের সম্ভাবনার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি তার দর্শকদের ভারতের উন্নয়নের জন্য ভোট দিতে বলছেন।অভিনেত্রী বলেন,’নভি মুম্বাই থেকে মুম্বাই, গোয়া থেকে মুম্বাই এবং বেঙ্গালুরু থেকে মুম্বাই যাতায়াত এখন অনেক সহজ হয়ে গেছে। আমি আশ্চর্যজনক পরিকাঠামো দেখে গর্বিত ।’ অভিনেত্রী আরও বলেন, এখন ভারতকে উন্নয়নকে কেউ আটকাতে পারবে না। এখন কেউ বলতে পারবে না যে ভারতে এটা হতে পারে না। গত ১০ বছরে ভারত অনেক উন্নতি করেছে।’
রশ্মিকা মান্দানাকে শীঘ্রই আল্লু অর্জুনের ‘পুষ্প ২ দ্য রুল’-এ দেখা যাবে। স্বাধীনতা দিবস উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা। এর পাশাপাশি ‘সিকান্দার’ নামে একটি চলচ্চিত্রও হাতে রয়েছে তার। এতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সালমান খানকে। ছবিটি পরিচালনা করছেন এ আর মুরুগাদোস ।।

