• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শ্রীকৃষ্ণের লীলাভূমি মথুরার বৃন্দাবনে নিধিবনের অলৌকিক ঘটনার ব্যাখ্যা আজও দিতে পারেনি আধুনিক বিজ্ঞান

Eidin by Eidin
April 14, 2024
in রকমারি খবর
শ্রীকৃষ্ণের লীলাভূমি মথুরার বৃন্দাবনে নিধিবনের অলৌকিক ঘটনার ব্যাখ্যা আজও দিতে পারেনি আধুনিক বিজ্ঞান
8
SHARES
114
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মথুরা,১৪ এপ্রিল  : যেখানে আধুনিক বিজ্ঞান সেখান শেষ সেখান থেকে শুরু ভারতীয় অধ্যাত্ববাদ। পৃথিবীর আকৃতি, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, সৌরমন্ডলের গ্রহের সংখ্যা প্রভৃতির অনুসন্ধান হাজার হাজার বছর আগে করে গেছেন ভারতের মুনিঋষিরা । আধুনিক প্রযুক্তি এমনকি টেলিস্কোপ ছাড়াই ধ্যানযোগে এবং প্রাচীন ভারতের উন্নত গণিতশাস্ত্রকে কাজে লাগিয়ে ভারতের মহান ঋষিরা ওই সমস্ত আবিষ্কারগুলো করে গেছেন । যার সত্যতা বহু পরে বিজ্ঞান  স্বীকার করেছে  । অথচ ভারতের এমন কিছু জায়গা আছে যার রহস্য আজও বিজ্ঞান উদঘাটন করতে পারেনি । তার মধ্যে একটি হল হিমাচল প্রদেশের কাংড়া জেলায় শিবালিক পর্বতমালার কালিধর পাহাড়ে অবস্থিত ৫১ শক্তিপীঠের অন্যতম জাওয়ালাজি বা জ্বলাদেবী মন্দিরের ৯টি সদা জ্বলন্ত অগ্নিশিখার রহস্য । প্রথমে হানাদার মুঘল, পরে সাম্রাজ্যবাদী ব্রিটিশ এবং আজ আধুনিক বিজ্ঞান ওই ৯টি সদা জ্বলন্ত অগ্নিশিখার রহস্য উদঘাটন করতে ব্যর্থ । 

ভারতের দ্বিতীয় আরেকটি পবিত্রতম স্থান হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলাখেলার প্রাণকেন্দ্র মথুরার বৃন্দাবনে রংমহল যা নিধিবন নামে অরণ্য দ্বারা বেষ্টিত  ক্ষেত্রটি । নিধিবনকে বৃন্দাবনের অন্যতম রহস্যময় স্থান হিসেবে বিবেচনা করা হয়। এটি একটি ঘন বনাবৃত সবুজ গাছগাছালিতে পূর্ণ একটি স্থান । হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান । বৈষ্ণবধর্মে একটি পবিত্র উদ্ভিদ তুলসী গাছ দ্বারা আবৃত এই ক্ষেত্রটি ।   বড় বড় তুলসী গাছের বাকল বা ছাল ফাঁপা এবং জমি শুকিয়ে গেলেও সারা বছরই গাছে সবুজ পাতায় আবৃত থাকে। আর সমস্ত গাছগুলিও মাটির দিকে বাঁকানো অবস্থায় দেখতে পাওয়া যায় ।

নিধিবনের সাথে জড়িয়ে আছে বহু অলৌকিক কাহিনি । যার ব্যাখ্যা আজও দিতে পারেনি আধুনিক বিজ্ঞান । শোনা যায় যে ভগবান কৃষ্ণ প্রতি রাতে এখানে রাসলীলা করেন । শোনা যায়, রাতেও মানুষ ঘুঙুরের শব্দ শুনতে পায়। তুলসী গাছগুলি রাতে গোপীতে পরিণত হয় এবং চারপাশে নাচতে থাকে যখন কৃষ্ণ তার রাস লীলা করেন। বৃক্ষও রাত্রে ভগবান কৃষ্ণকে স্বাগত জানাতে আলোকিত হয় । যদিও বিজ্ঞান এর সত্যতা সম্পূর্ণভাবে যাচাই করতে এখনো পেরে ওঠেনি। 

বলা হয় যে বৃন্দাবনে রংমহল যা নিধিবনের  রাধা- কৃষ্ণের মন্দিরে রোজ রাতে উপস্থিত হন স্বয়ং ভগবান  শ্রী কৃষ্ণ। প্রতিরাতে তিনি  রাধিকা ও ১৬,১০৮ গোপীর সাথে লীলাখেলায় লিপ্ত হন। দেখা গেছে যে নিধিবনে গাছের সংখ্যাও ১৬,১০৮টি যা পুরাণমতে কৃষ্ণের গোপীদের সংখ্যার সমান। নিধিবনে একটি কুঁয়ো রয়েছে, বলা হয় শ্রীরাধার তৃষ্ণা নিবারণার্থে শ্রীকৃষ্ণ তাঁর বাঁশির ব্যবহারে তৈরী করেন এই কূপ । ভক্ত ও পূজারীদের মতে এই লীলাখেলার দরুন ক্লান্ত হয়ে গেলে বিশ্রামের জন্য রাধা-কৃষ্ণ উপস্থিত হন রংমহলে, যেখানে তাঁদের জন্য রাখা থাকে মিষ্টি, পান, দাঁতন প্রভৃতি খাদ্য ও নিত্য ব্যবহার্য সামগ্রী । নিধিবনের দুটো দরজায় লাগানো হয় মোট আটটি তালা, যেখানে রাতে কারোর প্রবেশের অনুমতি নেই  । অথচ প্রতিদিন সকালে মন্দিরের দরজা খুললে দেখা যায় অন্য এক চিত্র । আহার হিসাবে যে লাড্ডুসহ খাদ্য সামগ্রীন, মুখশুদ্ধির জন্য  পান, দাঁত পরিষ্কারের জন্য দাঁতন  ইত্যাদি আগের দিন সন্ধ্যারতির পর রেখে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই খাবার অর্ধেক খাওয়া, পান চিবোনো এবং দাঁতনগুলিও ব্যবহার করা দেখতে পাওয়া যায় । পূজারীরা বলেন, যে এটা স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণের লীলা ছাড়া আর কিছুই নয়। 

নিধিবনের গাছগুলিও রহস্যে মোড়া । অন্য যে কোনো গাছের অনুরূপ এই গাছগুলির বৃদ্ধি আকাশের দিকে হয় না, বরং বেশি হয় ভূমির দিকে। এর সমস্ত ডালপালা বিস্তৃত হয় জমির আশেপাশেই, এটি গাছের সাধারণ প্রকৃতির একেবারেই বিপরীত। এমনকি এই নিধিবনের সংলগ্ন এলাকা অর্থাৎ বৃন্দাবন মথুরার অন্য কোন জায়গায় এই প্রজাতির গাছ দেখতে পাওয়া যায় না। এটা শুধুমাত্র নিধিবনেই দেখতে পাওয়া যায় । সারাদিন বনে থাকার পর সন্ধ্যা হলেই  এই বনের সমস্ত বানর, ময়ূর ও পশুপাখি নিধিবন ছেড়ে অন্যত্র চলে যায়,যদিও পশুপাখির জন্য জায়গাটি রাত্রিযাপনের জন্য উপিযুক্ত । এমনকি নিধিবনের পাশে যারা থাকে তারা তাদের বাড়ির যে সমস্ত দরজা জানালা বনের দিকে থাকে  সেগুলি সন্ধ্যের পরেই বন্ধ করে দেন, আর রাত দশটার পরে তো কেউ বনের দিকে তাকানও না । 

নিধিবনে কখনো কাউকে রাতে থাকতে দেওয়া হয় না, তবে বলা হয় এমন মানুষও রয়েছেন যারা নিধিবনে সত্যিই শ্রীকৃষ্ণের অবতরণ হয় কিনা তা জানার জন্য লুকিয়ে থেকে গিয়েছিলেন রাতে। পরের দিন সকালে হয় তাঁদের মৃত অবস্থায় পাওয়া গেছে আর নয়তো তাঁরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা অবস্থায় পাওয়া গেছে,পরে  দু এক দিনের মধ্যে মৃত্যু ঘটেছে তাদের ।  কেউ কেউ উন্মাদ হয়ে গেছে বলেও শোনা যায় ।

আধুনিক সমাজে তথাকথিত সেকুলারদের শ্রীকৃষ্ণের রাসলীলা নিয়ে কদর্য মন্তব্য করতে শোনা যায় । কিন্তু রাস হল মূলতঃ শ্রীকৃষ্ণের ব্রজলীলা । ভগবান কৃষ্ণের রাসলীলার আধ্যাত্মিক মাহাত্ম্য  হল জীবাত্মার থেকে পরমাত্মায় মিলন । আর এই উদ্দেশ্যেই এবং শ্রীকৃষ্ণের সুমধুর বংশীধ্বনিতে মুগ্ধ হয়ে গোপিনীবৃন্দ আপনাপন কর্তব্যকর্ম বিসর্জন দিয়ে সংসারের সকল মোহ পরিত্যাগ করে বৃন্দাবনে উপস্থিত হয়ে ভগবানের চরণে নিজেদের সমর্পন করেছিলেন।।

Previous Post

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে “দায়িত্বজ্ঞানহীন” বলে অভিহিত করেছে ব্রিটেন

Next Post

আগামী ৫ বছরে ‘ইউনিফর্ম সিভিল কোড’ লাগু এবং ‘এক জাতি-এক নির্বাচন’-এর ধারণাকে বাস্তবায়িতা করা ‘মোদীর গ্যারান্টি’

Next Post
আগামী ৫ বছরে ‘ইউনিফর্ম সিভিল কোড’ লাগু এবং ‘এক জাতি-এক নির্বাচন’-এর ধারণাকে বাস্তবায়িতা করা ‘মোদীর গ্যারান্টি’

আগামী ৫ বছরে 'ইউনিফর্ম সিভিল কোড' লাগু এবং ‘এক জাতি-এক নির্বাচন’-এর ধারণাকে বাস্তবায়িতা করা 'মোদীর গ্যারান্টি'

No Result
View All Result

Recent Posts

  • অনুষ্ঠানে “সেকুলার গান” না গেয়ে “জাগো মা” গান গাওয়ার অপরাধে শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার স্কুলের মালিক মেহবুব মল্লিক ; তরুনজ্যোতি তিওয়ারি বলেছেন :  “এখনো অনেকে ঘুমিয়ে আছেন… চিরনিদ্রায়…একটু জাগুন” 
  • ফের এরাজ্যে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ভিডিও শেয়ার করে  শুভেন্দু অধিকারীর বলেছেন : “চুপিসারে নতুন মূর্তি বসাচ্ছিল পুলিশ” 
  • ময়মনসিংহে দীপু দাসকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনার সঙ্গে গৌরি লঙ্কেশ হত্যাকাণ্ড এক করে দিলেন সিপিএমের মহম্মদ সেলিম, মরিচঝাপী-বিজন সেতু- বানতলা- ধুলিয়ানের পিতাপুত্রের হত্যাকাণ্ড স্মরণ করিয়ে দিলেন বিজেপির তরুনজ্যোতি তিওয়ারি 
  • যে ওসমান হাদির আদর্শে দেশ চলবে বলে অঙ্গীকার করেছেন মহম্মদ ইউনূস,সে আদপে কতবড় ভারত বিদ্বেষী ছিল তা ব্যাখ্যা করল আওয়ামী লীগ 
  • দ্বিতীয় দিনেও “অবতার ৩”-কে টেক্কা দিয়েছে “ধুরন্ধর”, বক্স অফিসে কে কাকে হারিয়েছে ?
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.