এইদিন ওয়েবডেস্ক,০৮ এপ্রিল : লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা তথা ২৬/১১ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড কুখ্যাত সন্ত্রাসবাদী হাফিজ সইদের খাবারে কেউ বিষ মিশিয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । দাবি করা হচ্ছে যে রবিবার দুপুরে বিষ মেশানো পুডিং খাওয়ার পর থাকেই হাফিজ সইদের রক্তবমি শুরু হয় । তাকে তড়িঘড়ি লাহোরের মেয়ো হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে সে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন । এদিকে মোস্ট ওয়ান্টেড হাফিজ সাইদের এই খবরে ভারতীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা পৃথক হামলার ঘটনায় এযাবৎ ১২ জন সন্ত্রাসী নিকেশ হয়েছে । কেউ কেউ হাফিজ সাইদের ঘনিষ্ঠ ছিল। সনমত খান এবং কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) একজন হেড কনস্টেবলকে পাকিস্তানের মিয়া লাল পুলিশ পোস্টের কাছে অজানা বন্দুকধারী দ্বারা হত্যা করা হয় । একজন ডিএসপি এবং দুইজন পুলিশকেও হত্যা করেছে অজ্ঞাত হামলাকারী ।
পাকিস্তানের পাঞ্জাবে জন্ম হাফিজ সাঈদের । জাতিসংঘ তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে । অথচ সাঈদ পাকিস্তানের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে রয়ে গেছে। তবে হাফিজ সাইদের খাবারে বিয় প্রয়োগের বিষয়ে এখনো পর্যন্ত কিছু বিবৃতি দেয়নি পাকিস্তানি কর্তৃপক্ষ ।।