এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৫ এপ্রিল : ভারত ভেঙে গড়ে ওঠা রাষ্ট্র পাকিস্তান ও বাংলাদেশ ইসলামি কট্টরন্থার দিক থেকে ইরান,ইরাক,কুয়েত,সিরিয়ার মত ইসলামি দেশগুলিকে টেক্কা দিতে শুরু করেছে । পাকিস্তানেই জন্ম নিয়েছে লস্কর-এ-তৈবা,হিজবুল মুজাহিদ্দিনের মত কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনগুলি । ভারতসহ গোটা বিশ্বের মাথাব্যস্থার কারন হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানি ইসলামি সন্ত্রাসবাদী সংগঠনগুলি । অন্যদিকে বাংলাদেশে সেভাবে কোন সন্ত্রাসী সংগঠন না থাকলেও বিএনপি ও বাংলাদেশ জামাই ইসলামির মত রাজনৈতিকদলসহ অসংখ্য কট্টর ইসলামি সংগঠন দেশ জুড়ে কট্টরপন্থী মানসিকতা গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে ।
এবারে বাংলাদেশের টিভি চ্যানেলগুলিও ইসলামি কট্টরপন্থী ও জিহাদি মানসিকতা ছড়ানোর কাজ শুরু করে দিয়েছে । বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি’ আদলের একটি টিভি শোয়ে নবীকে অবমাননার শাস্তি স্বরূপ ‘মৃত্যুদণ্ড’ দেওয়ার কথা প্রচার করে ইসলামি কট্টরপন্থী মানসিকতাকে দেশ জুড়ে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের একটি টিভি চ্যানেল । বাংলাদেশের একটি টিভি চ্যানেলের ওই প্রকার প্রতিযোগিতার ভিডিও ফুটেজ ‘ভয়েস অফ বাংলাদেশ হিন্দু’ নামে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট পোস্ট করা হয়েছে । একই ভিডিও পোস্ট করেছেন গুজরাটের বিজেপি নেতা জীতেন্দ্র প্রতাপ সিংও ।
অনুষ্ঠানে উপস্থাপকের দুই পাশে তিনজন করে মোট ৬ জন প্রতিযোগীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে । উপস্থাপক তার বাম দিকের সারির প্রথম মুসলিম যুবককে জিজ্ঞাসা করে :
নবী রসুলকে গালাগালি দেওয়ার শাস্তি কি ?
১)১০০ টি পাথর নিক্ষেপ করা । ২) হাত কেটে ফেলা
৩) একটি হাত ও একটি পা কেটে ফেলা ৪) মৃত্যুদণ্ড
উত্তরে ওই যুবক বলে, ‘মৃত্যুদন্ড’ । এরপর উপস্থাপক অমিতাভ বচ্চনের কায়দায় জিজ্ঞাসা করে যে ‘লক করব’? কয়েক সেকেন্ড পরেই উপস্থাপক জানিয়ে দেয় যে তার উত্তর সঠিক ।
এদিকে বাংলাদেশের একটি চ্যানেলে এভাবে ইসলামি জিহাদের প্রচার করায় সেদেশের সংখ্যাগুরু মুসলিমদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে ৷ এর প্রতিক্রিয়ায় জীতেন্দ্র প্রতাপ সিং লিখেছেন,’ বাংলাদেশে টিভি শো কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে প্রশ্ন। নবীকে অবমাননার শাস্তি কি?
এ :- ১০০ টি পাথর নিক্ষেপ
বি:- এক হাত ও এক পা কেটে ফেলা
সি :- দুই হাত কেটে ফেলা
ডি:- এসটিএসজে মানে শরীর থেকে মাথা আলাদা করা। প্রতিযোগী ভেবেচিন্তে ডি বিকল্প বেছে নেয় এবং
উত্তরটি সঠিক। এবং সে পুরস্কৃত হয় ।’ কেউ কেউ এটাকে বাংলাদেশিদের ‘অসুস্থ মানসিকতা’ বলে মন্তব্য করেছেন ।।