এইদিন ওয়েবডেস্ক,নেদারল্যান্ডস,০৮ অক্টোবর : নেদারল্যান্ডসের দক্ষিণপন্থী নেতা তথা সাংসদ গির্ট ওয়াল্ডার্স ইসলামি কট্টরপন্থী মানসিকতা এবং ইসলামি সন্ত্রাসবাদের ঘোর বিরোধী । বহুবার তিনি এনিয়ে মুখ খুলেছেন । নূপুর শর্মা ইস্যুতে খোলাখুলি তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন ওই অকুতভয় ডাচ রাজনৈতিক নেতা । এজন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসলামি জিহাদিদের কাছ থেকে অসংখ্য খুনের হুমকি । সবচেয়ে বেশি হুমকি পেয়েছেন সন্ত্রাসবাদের আঁতুরঘর পাকিস্তান থেকে । তবুও দমেননি গির্ট ওয়াল্ডার্স । ফের একবার ইসলামি সন্ত্রাসবাদ নিয়ে মুখ খুললেন তিনি । এবারে ইসরায়েল ও ফিলিস্থিনি সন্ত্রাসী সংগঠন হামাসের যুদ্ধের ঘটনায় ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন,’এটি স্বাধীনতা এবং বর্বরতার মধ্যে যুদ্ধ ।’
ইসরায়েলের উপর সন্ত্রাসী হামলার ঘটনার পর একাধিক টুইট করেছেন গির্ট ওয়াল্ডার্স । একটি টুইটে তিনি লিখেছেন,’এটা ভূমি নিয়ে যুদ্ধ নয়।এটা ঘৃণার যুদ্ধ । তারা আমাদের ঘৃণা করে । তারা স্বাধীনতাকে ঘৃণা করে । তারা অমুসলিমদের ঘৃণা করে । ইসরায়েল থেকে ভারত ও ইউরোপ এবং অন্য যেখানেই উগ্র মুসলিমরা বাস করে তারা আমাদের বিরুদ্ধে সন্ত্রাস করে এবং আমাদের মুসলিমদের তোষামোদ করা বন্ধ করা উচিত । এখনই তাদের থামাতে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে ।’
অন্য একটা টুইটে তিনি লিখেছেন,’যখন ইসরায়েল আক্রমণের শিকার হয়, তখন আমরা সবাই আক্রমণের শিকার হই ৷ ইসলামিক সন্ত্রাসীরা ইহুদি, খ্রিস্টান এবং সমস্ত অমুসলিমদের ঘৃণা করে ৷ জেরুজালেম, প্যারিস, রোম, আমস্টারডাম সবই তাদের লক্ষ্যবস্তু ৷ এটি স্বাধীনতা এবং বর্বরতার মধ্যে যুদ্ধ ৷ ইসলামিক হামাস সন্ত্রাসীরা আল্লাহু আকবর বলে চিৎকার করতে করতে নিরীহ ইসরায়েলি নাগরিকদের নির্মমভাবে হত্যা করেছে। তাই আসুন আমরা সবাই জোরালোভাবে ইসরায়েলি বন্ধুদের সমর্থন করি ।’।