দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৭ জুলাই : রাত পোহালেই ভোট । তার আগে আজ শুক্রবার সন্ধ্যায় সিপিএম তৃণমূল সংঘর্ষের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার বিষ্ণুপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে । সংঘর্ষে জখম হয়েছেন উভয় দলের একজন করে প্রার্থীসহ মোট ৫ জন । আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদিকে দুই দলের কর্মীদের সংঘর্ষের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ভোটকর্মীদের মধ্যে । তাঁরা স্কুলের একটা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেন । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশবাহিনী । এদিকে এই রকম উত্তেজনা দেখে কেন্দ্রীয়বাহিনীর নিরাপত্তা ছাড়া ভোট করাবেন না বলে জানিয়েছেন ওই কেন্দ্রের ভোটকর্মীরা ।
জানা গেছে,এদিন সন্ধ্যা নাগাদ ভোটকর্মীদের সাথে কথা বলতে কর্মীদের নিয়ে বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ে আসেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবাদত শেখ ও সিপিএম প্রার্থী সাদেক আলি শেখ । দুই প্রার্থী যখন ভোটকর্মীদের সঙ্গে কথাবার্তা যখন বলছিলেন সেই সময় তাদের কর্মীদের মধ্যে বচসা বেধে যায় । ক্রমে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে । এদিকে ঝামেলার কথা গ্রামে যেতেই উভয় পক্ষের আরও কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে স্কুল চত্বরে জমায়েত হয় । শুরু হয় তুমুল সংঘর্ষ । আহত হন এবাদত শেখ ও সাদেক আলি শেখসসহ ৫ জন । সাদেককে বননবগ্রাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এবাদতের অবস্থা গুরুতর হওয়ায় দুর্গাপুর মিশন হাসপাতালে পাঠানো হয়েছে । বাকিদের স্থানান্তরিত করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ।।