দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৫ জুন : কাঠবাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নতুনহাট গার্লস হাইস্কুলের ২০ ছাত্রী । অসুস্থ ছাত্রীদের প্রথমে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু পরে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ।
জানা গেছে,স্কুলের ভিতর একটা মাঝারি উচ্চতার ভেরেণ্ডার গাছ আছে । বৃহস্পতিবার দুপুরে ওই ভেরেণ্ডা গাছের কাছে ঘোরাঘুরি করার সময় গাছ ভর্তি ফল নজরে পড়ে ওই ছাত্রীদের । লম্বাটে কালো সেই ফল কাঠবাদাম ভেবে গাছ থেকে পেড়ে খেতে শুরু করে ছাত্রীরা । কিন্তু স্কুল থেকে বাড়ি ফিরতেই একের পর এক ছাত্রীর বমি ও মাথাঘোরা উপসর্গ শুরু হয় । পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে তারা স্কুলের গাছের ফল খাওয়ার কথা বললে তড়িঘড়ি তাদের হাসপাতালে ভর্তি করা হয় । প্রসঙ্গত,গরমের ছুটির পর আজ বৃহস্পতিবার থেকে রাজ্যের স্কুল খুলেছে । কিন্তু প্রথম দিনেই মঙ্গলকোটের নতুনহাট গার্লস হাইস্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।

