এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১৪ জুন : আসামের গোয়ালপাড়া জেলা বিজেপি সম্পাদক জোনালি নাথের খুনের ঘটনায় হাসানুর ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ । হাসানুর ইসলাম অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন (AAMSU) এর একজন নেতা ছিলেন, যদিও পরে তিনি কংগ্রেস পার্টিতে যোগদান করেন এবং ওয়ার্ড সদস্য নির্বাচিত হন । তার গ্রেফতারির পর ক্রাইম ইনভেস্টিগেশন ব্রাঞ্চের আইজিপি দেবরাজ উপাধ্যায় সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানান, হাসানুর ইসলামকে জেরা করে জানা গেছে যে পরকীয়া প্রেমের জেরেই এই খুন । এদিকে আইজিপির এই দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছেন মৃতা জোনালি নাথের স্বামী চন্দ্র কুমার নাথ । তিনি আইজপির বিরুদ্ধে তার স্ত্রীর চরিত্রহানি করার অভিযোগ তুলেছেন । মঙ্গলবার তিনি মাটিয়া থানায় সিআইডি আইজিপি দেবরাজ উপাধ্যায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন বলে নিউজ ১৮ অসমিয়ার প্রতিবেদনে জানা গেছে ।
চন্দ্র কুমার নাথের অভিযোগ,পুলিশ কর্মকর্তারা তাঁর স্ত্রীর খুনের ঘটনাটি ভুল দিকে পরিচালিত করার চেষ্টা করছে । তিনি অভিযোগ তুলেছেন,আইজিপি দেবরাজ উপাধ্যায় ঘটনাটির মোড় ঘুরিয়ে দিয়ে অপরাধীদের শাস্তি কমানোর চেষ্টা করছেন । পাশাপাশি তিনি আইজিপিকে আহ্বান জানিয়েছেন যে তিনি গ্রামবাসীকে তার স্ত্রীর চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করুন ।
মৃতা নেত্রীর পরিবার জানিয়েছেন,জোনালী নাথের চরিত্র নিয়ে কোনো সন্দেহ নেই । আইজিপির বক্তব্য পরিবারের মর্যাদা এবং তাদের দুই মেয়ের ভবিষ্যৎ নষ্ট করবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করছেন । মৃতার পরিবার পরিজনরা পুলিশ কর্মকর্তাদের ক্ষমা চাওয়ার জন্য দাবি জানিয়েছেন ।।

