এইদিন ওয়েবডেস্ক,ইম্ফল,১৪ জুন : উত্তরপূর্বের রাজ্য মনিপুরে সশস্ত্র হামলাকারীদের দ্বারা নির্বিচারে গুলি চালানোর ঘটনা ঘটেছে । মঙ্গলবার রাত ১০ টার দিকে ইম্ফল পূর্বের অধীন খুন্দ্রাকপাম (Khundrakpam) বিধানসভা কেন্দ্রের আগিজাং (Agijang) গ্রামের একটি গির্জায় ঘটনাটি ঘটে । সেই সময় কেউ ঘুমিয়ে ছিলেন,কেউ রাতের খাবার খাচ্ছিলেন । জানা গেছে, প্রায় ২৫ জন হামলাকারী তিন দিক থেকে আগিজং গির্জা ঘিরে ধরে । তারপর ভিতরে ঢুকে নির্বিচারে গুলি চালায় । নিহতদের অনেকের ধড়, হাতে, ঘাড়সহ একাধিক জায়গায় গুলির চিহ্ন রয়েছে। আজ বুধবার পুলিশ জানিয়েছে, কমপক্ষে ৯ জন গ্রামবাসীকে হত্যা করে এবং ২৫ জন আহত করেছে সশস্ত্র হামলাকারীরা । তবে বেসরকারী সূত্রে মৃতের সংখ্যা ১১ জন ।
আহতদের তড়িঘড়ি রাজ মেডিসিটিতে(Raj Medicity) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । তবে কোন জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয় । খুন্দ্রাকপাম(Khundrakpam) আসনের বিধায়ক লোকেশ্বর সিং(Lokeshwor Singh) বলেছেন যে মুখ্যমন্ত্রী সময়মত হস্তক্ষেপ করলে এই ধরনের ঘটনা আটকানো যেত ।।