নিজেকে বড় ভাবে যে জন, সে’জন বড় নয়
সে জন বড় সে জনের মনটা বড় হয়।
বড় মানুষ বলব কাকে?
যার অর্থ আছে নাকি সে বিবেকহীন
তেমন মানুষ বড়ই অদ্ভুত যেনো কাঙাল পথের বেদুইন।
বড় মানুষ বলব কাকে?
যার সভ্য আচার আচরণ
সেই মানুষ গুলো পিছু ডাকে
যার আছে অর্থ মেকি আভরণ।
অর্থ যাদের আছে কম
তাদের দাও না সুযোগ
বড় মানুষ বলব কাকে?
যারা নিজের প্রসাদ নিজেই করে ভোগ।
বড় মানুষ বলব তাকে
যার অর্থ নয় আছে একটা দামি মন
কাউকে করে না অসম্মান সবাই কে ভাবে নিজের আপনজন।
পদের কাঙাল আমরা মানুষ
মাঝে মাঝেই হই বেইমান,
অর্থ লোভেই জ্ঞানী খুঁজি অপর কে করে অসম্মান।
সুযোগ সন্ধানী মানুষ গুলো কেবল সুযোগ খুঁজে চলে
যাদের বেশি অর্থ আছে কেবল তাদের কথাই বলে ।।