এইদিন ওয়েবডেস্ক,রাঁচী,১৫ জানুয়ারী : ‘কঙ্গনা রানাবতের গালের চেয়ে মসৃণ রাস্তা’ নির্মানের প্রতিশ্রুতি দিলেন ঝাড়খন্ডের কংগ্রেস বিধায়ক । ঝাড়খণ্ডের জামতারার কংগ্রেস বিধায়ক ডঃ ইরফান আনসারি রীতিমতো নিজের মোবাইলের সেলফি ক্যামেরার সামনে এই প্রতিশ্রুতি দেওয়ার ভিডিও রেকর্ড করেন । পরে সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ।
শুক্রবার পোস্ট করা ওই সেলফি ভিডিওতে ইরফান আনসারিকে বলতে শোনা যায়,’আমি ১৪ টি নতুন রাস্তা উপহার দিয়েছি । আমি আশ্বাস দিচ্ছি যে এই রাস্তাগুলি চলচ্চিত্র অভিনেত্রী কঙ্গনা রানাবতের গালের চেয়েও মসৃণ করা হবে । আমাদের আদিবাসী ছেলেমেয়ে, যুবক ও ব্যবসায়ী শ্রেণির মানুষ ওই রাস্তা দিয়ে হাঁটবে ।’ সেই সঙ্গে তিনি পূর্বতন বিজেপি সরকারকে আক্রমণ করে বলেন, ‘বিজেপি রাজ্যে লুটপাট চালিয়েছে । রাস্তার অভাবে গ্রামে বসবাসকারী আদিবাসীরা আজ ধূমপান করতে বাধ্য হচ্ছেন ।’
ইতিপূর্বেও নিজের মতামতের কারনে খবরের শিরোনামে এসেছিলেন ইরফান আনসারি । চলতি
সপ্তাহের শুরুর দিকে তিনি দাবি করেছিলেন, ‘দীর্ঘ সময়ের জন্য মাস্ক পড়া উচিত নয় । কারণ এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । মুখোশের অত্যধিক এবং দীর্ঘায়িত ব্যবহারের ফলে কার্বন ডাই অক্সাইডকে নিঃশ্বাসের দিকে পরিচালিত করে ।’।