আমিরুল ইসলাম,ভাতাড়,১৫ ফেব্রুয়ারী : সামনের চাকা ফেটে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উলটে পড়ল যাত্রীবাহী বাস । আর এই দুর্ঘটনায় জখম হল প্রায় ৫০ জন বাসযাত্রী । সোমবার সকাল সাড়ে ৮ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভাতারের বড়বেলুন গ্রামে । প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান । পরে খবর পেয়ে ভাতাড় থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ভাতাড় স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে । আহতদের মধ্যে ২০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । আহতদের অধিকাংশ ভাতার থানার নাসিগ্রাম ও বড়বেলুন এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে খবর । পুলিশ বাসটিকে আটক করেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মা জগদ্ধাত্রী নামে ওই বাসটি কাটোয়া-বর্ধমান ভায়া মালডাঙ্গা রুটে চলাচল করে ৷ বাসটি প্রতিদিন সকালে কাটোয়া থেকে ছেড়ে মালডাঙ্গা হয়ে ভাতাড়ে আসে । তারপর ভাতাড় থেকে বর্ধমানের উদ্দেশে রওনা হয় । ভাতাড় ও মালডাঙ্গার মধ্যে যাতায়াতকারী বাসের সংখ্যা কম হওয়ায় ওই রুটের সব বাসগুলিতে কার্যত তিল ধারনের জায়গা থাকে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । স্বভাবতই এদিন সকালে মা জগদ্ধাত্রী নামে ওই বাসটি ভিড়ে ঠাসা ছিল ৷
স্থানীয় সুত্রে খবর,এদিন সকাল আটটা সাড়ে আটটা নাগাদ বাসটি বড়বেলুনের তেঁতুলতলা বাসস্ট্যান্ডে আসে । সেখান থেকে বেশ কিছু যাত্রী বাসটিতে ওঠে । তারপর বাসটি কিছুটা এগিয়ে বড়বেলুন গ্রামের কোটালবাড়ি বাসট্যান্ডের কাছে আসতেই সামনের একটি চাকা ফেটে যায় । নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলি তে উল্টে পড়ে বাসটি । সেই সময় আশেপাশে বেশ কিছু গ্রামবাসী ছিলেন । তাঁরা ছুটে এসে যাত্রীদের উদ্ধার কাজে হাত লাগান । খবর পেয়ে কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় ভাতাড় থানার পুলিশ ও দমকলবাহিনী । তারপর তাঁরা আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় । সাতসকালেই এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।।