এইদিন ওয়েবডেস্ক, রায়বেরেলি(উত্তরপ্রদেশ), ২০ জুলাই : বেপরোয়া গতির বালি বোঝাই ডাম্পার উলটে পড়ল চারচাকা গাড়ির উপর । এই দূর্ঘটনায় দুই শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে । মঙ্গলবার গভীর রাতে উত্তরপ্রদেশের রায়বেরেলিতে মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে । খবর পেয়ে পুলিশ গিয়ে বালি সরিয়ে গাড়ির ভিতরে থাকা লোকজনকে উদ্ধার করে । কিন্তু ৬ জানের মধ্যে কেবল ১ জন বেঁচেছিল । পুলিশ আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় । বুধবার মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
জানা গেছে,মঙ্গলবার রায়বেরেলির বাজার হাট বন্ধ থাকে । তাই ব্যবসায়ী শ্রেণীর মানুষ সাধারণত ওইদিন রাতের খাবার হোটেলে গিয়ে খেতে পছন্দ করেন । অনান্য সপ্তাহের মত যথারীতি মঙ্গলবার রাতে ধাবায় খাবার খেতে গিয়েছিলেন সমাজকর্মী মহেন্দ্র আগরওয়ালের ছেলে রাকেশ আগরওয়াল (৪৫), স্ত্রী সোনম আগরওয়াল (৩৫), ছেলে আদিত্য (১১) । তাঁদের সঙ্গে ছিলেন রচিত আগারওয়ালের স্ত্রী রুচিকা (৩৫ বছর) এবং তাদের দুই সন্তান রাইসা (৯ বছর) এবং রায়ান (৬ বছর)। কিন্তু তাঁরা খাবার খেয়ে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায় ।
জানা গেছে,রাকেশ আগরওয়ালের গাড়িটি রায়বেরেলির ভাদোখর থানার কুচরিয়া ভাবের কাছে প্রয়াগরাজগামী হাইওয়ে দিয়ে ফিরছিল । কিন্তু মুন্সীগঞ্জের কাছে বালি ভর্তি বেপরোয়া গতির একটি ডাম্পার তার গাড়ির ওপর উল্টে যায়। গাড়ির ভিতরে থাকা দুই শিশুসহ ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা ।।