এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১৩ জুন : মহারাষ্ট্রের লোনাভালার কাছে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে একটি রাসায়নিক বোঝাই ট্যাঙ্কার উলটে যাওয়ার পর আগুন ধরে চারজনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এবং তিনজন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । দূর্ঘটনার পর রাস্তার দুই প্রান্তে কয়েক ঘন্টা যানচলাচল ব্যাহত হয় । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাসায়নিক ভর্তি ট্যাঙ্কারটি আজ মঙ্গলবার সকাল ১১.৪০ নাগাদ মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে দিয়ে পুনের মুখে যাচ্ছিল । কিন্তু লোনাভালার কাছে আসতেই তেলের ট্যাঙ্কারের চাকা পিছলে উলটে পড়ে । উলটে পড়তেই ট্যাঙ্কারে আগুন ধরে যায় ।
ঘটনাস্থলেই ট্যাঙ্কারের চালক জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় । এদিকে তখন এক মহিলা তার দুই শিশুকে নিয়ে স্কুটিতে চড়ে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিলেন । ট্যাঙ্কারের রাসায়নিক ও আগুন স্কুটিকে গ্রাস করে । মা ও তার দুই সন্তানও আগুনে গুরুতরভাবে পুড়ে যায় । তাদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় । এছাড়া ট্যাঙ্কারের কাছাকাছি থাকা আর যানবাহনেও আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ট্যাঙ্কারে রাখা রাসায়নিক পদার্থগুলো অত্যন্ত দাহ্য এবং আগুন লাগার প্রবল সম্ভাবনা ছিল ।
হাইওয়ে এসপি তানাজি চিখালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। আগুন এতটাই মারাত্মক ছিল যে দুই লেনে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ রাখতে হয়েছে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । নিরাপত্তার জন্য যানবাহনকে সরিয়ে দেওয়া হয়েছে যখন পুনে লেন আবার যান চলাচল শুরু করেছে । মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ।।