এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ আগস্ট : মুরগির খাবার বহন করার পিক আপ ভ্যানে করে গাঁজা পাচার করতে গিয়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল ৩ জন গাঁজা পাচারকারী । ধৃতদের নাম মদন সরকার, সঞ্জু মালো ও শিবু বর্মন । ধৃতদের বাড়ি যথাক্রমে কোচবিহার জেলার কোতয়ালি থানার রাজপুর গ্রাম,দিনহাটার রঙ্গপালি এলাকা ও হুগলি জেলার ত্রিবেনী । বৃহস্পতিবার রাতে কাটোয়ার জাজিগ্রাম মোড় থেকে তাদের গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,ওই পিক আপ ভ্যান থেকে প্রায় এক কুইন্টল গাঁজা উদ্ধার হয়েছে । গাড়িটিকে আটক করেছে পুলিশ । পাশাপাশি কাটোয়া মহকুমা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের সামনে উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করা হয় । শুক্রবার ধৃতদের বর্ধমান মাদক সংক্রান্ত আদালতে তোলা হয় । বিচারক ধৃত ৩ জনকেই ৬ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই চক্রটি যে কাটোয়া এলাকায় গাঁজা পাচার করতে আসছে তার আগাম খবর দিন কয়েম আগেই গোপন সুত্র থেকে পেয়ে গিয়েছিল কাটোয়া থানার পুলিশ । তাই পুলিশ আগে থেকেই প্রস্তুত ছিল । খবর পাওয়ার পর থেকেই কাটোয়া থানার পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন সড়ক পথে রুটিন নাকাচেকিং শুরু করে দেয় । শেষে বৃহস্পতিবার রাতে জাজিগ্রাম মোড় ওই পিক আপ ভ্যানটি আটকে তল্লাশি চালাতেই মুরগির খাবারের বস্তার মধ্যে বস্তাবন্দি একশ কেজি গাঁজা নজরে পড়ে পুলিশের ।
জানা গেছে,প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ধৃতদের মধ্যে মদন সরকার গাঁজা পাচার চক্রের একজন পান্ডা । তারা কোচবিহার থেকে ওই গাঁজা এনে উত্তর ২৪ পরগনা জেলায় পাচার করতে যাচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ । এছাড়া শিলিগুড়ি থেকে গাঁজা এনে ইতিপূর্বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তারা পাচার করেছে বলে ধৃতরা জেরায় স্বীকার করেছে বলে খবর । চক্রের বাকিদের হদিশ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।