এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,১৪ ডিসেম্বর : পুরুলিয়ায় লরিকে ওভারটেক করতে গিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস । এই ঘটনায় ২৫ জন যাত্রী আহত হয়েছে । সোমবার দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়ার বলরামপুর থানার উরমা এলাকায় । প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায় । পরে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ওই যাত্রীবাহী বাসটি পুরুলিয়ার বাগমুন্ডি থেকে পুরুলিয়া আসছিল । বলরামপুর থানার উরমা এলাকায় এলে একটি লারিকে ওভারটেক করতে যায় বাসটি । সেই সময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদের মধ্যে মধ্যে উলটে পড়ে । বাসের চাকা উপরের দিয়ে হয়ে যায় । এই ঘটনায় বাসের সকল যাত্রীই অল্প বিস্তর আহত । তবে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে । তবে মৃত্যুর কোনও খবর নেই বলে জানা গেছে ।।