এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১২ জানুয়ারী : কাবুলে তালিবানের বিদেশ মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী হামলায় অন্তত ২১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে । বুধবার সন্ধ্যায় এই হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস গ্রুপ । হামলার অব্যবহিত পরেই ওই সন্ত্রাসবাদী সংগঠনটি একটি নিউজলেটার সম্প্রচারের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করে । তারা নিউজলেটারে বলেছে যে এই হামলার উদ্দেশ্য ছিল তালিবানের সাথে বিদেশী কূটনীতিকদের বৈঠকে ব্যাঘাত ঘটানো । সূত্রের মতে, এই বিস্ফোরণটি যখন ঘটেছিল তখন তালিবানের বিদেশ মন্ত্রণালয়ে চীনা কূটনীতিকদের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল ।
এদিকে ইসলামি স্টেটের এই হামলার কয়েক ঘণ্টা পর, তালিবানের বিদেশ মন্ত্রণালয় এটিকে “ইসলামী শত্রুদের” কাজ বলে একটি নিউজলেটার প্রকাশ করে এবং প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয় । গত মাসের পর এটি কাবুলের কূটনৈতিক স্থানে আইএসআইএসের দ্বিতীয় হামলা। এর আগে কাবুলের রুশ দূতাবাস, পাকিস্তানি দূতাবাস এবং চীনা বাসভবনসহ বেশ কয়েকটি কূটনৈতিক স্থানে হামলা চালিয়েছে আইএসআইএস গ্রুপ ।
ইউএনএএমএ-এর রিপোর্ট অনুসারে,২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত কাবুলে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের ফলে ২০১৬ জন সাধারণ মানুষ শিকার হয়েছে। গত বছরে কাবুলের জরুরি হাসপাতালে ১২,৮০০ জনের বেশি আহতদের চিকিৎসা করা হয়েছে ।।