এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ মে : ওড়িশার বালাসোর জেলার বাহানাগা রেলওয়ে স্টেশনের কাছে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার । এছাড়া গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০,০০০ টাকা করে সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে । শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন । ওড়িশার বালাসোর জেলায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এযাবৎ ২৩৩ জনের মৃত্যু হয়েছে এবং ৯০০ জনের অধিক আহত হয়েছে ।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুর্ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। একইভাবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকও দুর্ঘটনাস্থলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার সকালে পট্টনায়েক দুর্ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করবেন। দ্রুত উদ্ধার অভিযান চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। বিমানবাহিনীর দলও উদ্ধার অভিযানে হাত দিয়েছে। অশ্বিনী বৈষ্ণব টুইট করেছেন যে উদ্ধার অভিযানের জন্য সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে ।।

