এইদিন ওয়েবডেস্ক,ক্যালিফোর্নিয়া,২২ জানুয়ারী : ফের বর্ণবিদ্বেষী বন্দুকবাজের হামলা আমেরিকায় । এবার ক্যালিফোর্নিয়ায় চীনা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছে । গুলি লেগে ঘটনাস্থলেই মারা গেছে ১০ জন । গুরুতর আহত হয়েছে আরও ১০ জন । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের ক্যাপ্টেন অ্যান্ড্রু মায়ার রবিবার সকালে সাংবাদিকদের বলেছেন, ক্যালিফোর্নিয়ার সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় হামলা । ওয়েস্ট গারভে অ্যাভিনিউয়ের ১০০ ব্লকে শনিবার রাত ১০.২২ নাগাদ গুলি চালায় দুষ্কৃতীরা । লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় সাত মাইল পূর্বে লুনার নববর্ষ উদযাপনের প্রাক্কালে গুলি চালানোর ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান ।
গারভে অ্যাভিনিউর সামুদ্রিক বারবিকিউ রেস্তোরাঁর মালিক সেউং ওয়ান চোই বলেছেন,তিনজন লোক রেস্তোরাঁয় ছুটে এসে তাকে দরজা লক করতে বলেছিল । তাদের মধ্যে আধা স্বয়ংক্রিয় বন্দুকধারী এক ব্যক্তি ছিল । তার কাছে একাধিক রাউন্ড গোলাবারুদ ছিল ।
প্রসঙ্গত, এই অঞ্চলের সবচেয়ে বড় ছুটির অনুষ্ঠানগুলির মধ্যে একটি হল চীনা নববর্ষের দিনটি । আগের দিন চীনা নাগরিকরা চাইনিজ খাবার, গহনা কেনাকাটা করছিল। শনিবারের নববর্ষ উৎসবের সময় নির্ধারিত ছিল সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত। হাজার হাজার লোক জড়ো হয়েছিল ওই অনুষ্ঠানে । আর তার কাছেই এই গুলি চালানোর ঘটনাটি ঘটে ।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে টুইট করেছেন,রাষ্ট্রপতি বাইডেনকে মন্টেরি পার্কের শুটিং সম্পর্কে অবহিত করা হয়েছে। বাইডেন তার স্বদেশীয় নিরাপত্তা উপদেষ্টা এলিজাবেথ শেরউড-র্যান্ডালকে নির্দেশ দিয়েছেন যাতে তিনি এফবিআই-এর স্থানীয় কর্তৃপক্ষ পূর্ণ সহায়তা প্রদান করে তা নিশ্চিত করতে । পাশাপাশি নিয়মিত আপডেট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন জো বাইডেন ।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ইতিহাসে মন্টেরে পার্কে গণ গুলি চালানোর ঘটনা ছিল সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে । তবে এটি প্রথম ঘটনা নয় আমেরিকায় । আমেরিকায় নিয়মিত ব্যবধানে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে । মূলত আমেরিকানদের বর্ণবিদ্বেষের শিকার হতে হয় এশিয়ানদের । এর আগে ২০০৮ সালে ক্রিসমাসের প্রাক্কালে সান্তা ক্লজের পোশাক পরা একজন ব্যক্তি পাঁচটি হ্যান্ডগান নিয়ে কোভিনার একটি বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় । ওই হামলায় নয়জন নিহত হয়েছিল । এর আগে ১৯৮৪ সালে সান ইসিড্রো ম্যাকডোনাল্ডসে ২১ জন বর্ণবিদ্বেষের শিকার হয়েছিল । একই প্রকৃতির হামলা হয়েছিল সান বার্নার্ডিনোতে ২০১৫ সালে । বন্দুকবাজের গুলিতে তখন ১৪ জন মারা যায় । এছাড়া গত বছর তুলারে কাউন্টির গোশেনের সেন্ট্রাল ভ্যালি এলাকায় এক ভারতীয় শিখ সম্প্রদায়ের একটি গোটা পরিবার শিকার হয়েছিল বর্ণবিদ্বেষের । এমনকি ১০ মাস বয়সী শিশুকে পর্যন্ত রেহাই দেয়নি আমেরিকান ঘাতক ।।