এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ ডিসেম্বর : মধুচক্রের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে ব্লাকমেলিং করার অভিযোগে দিল্লি-ভিত্তিক মহিলা ইউটিউবার নমরা কাদিরকে (Namra Qadir,22) গ্রেফতার করেছে দিল্লি পুলিশ । সোমবার দিল্লি থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করে আদালতে তোলার পর ৪ দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে । জানা গেছে, দিনেশ যাদব (২১) নামে অভিযোগকারী ব্যবসায়ীর বাড়ি হরিয়ানার গুরুগ্রামের বাদশাপুরে । তিনি একটি বিজ্ঞাপন সংস্থা চালান । গত আগস্টে তিনি নমরা কাদির ও তাঁর স্বামী মনীশ ওরফে বিরাট বেনিওয়ালের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন । অভিযোগে তিনি জানান,ব্যবসায়িক কাজে তিনি দিল্লির সোহনা রোডের একটি তারকা হোটেলে ছিলেন । সেই সময় দিল্লির শালিমারবাগের বাসিন্দা অভিযুক্তের সাথে তাঁর পরিচয় হয় । তারপর তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে কাদিরকে আড়াই লক্ষ টাকা দিয়েছিলেন । পরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে । তিনি কাদিরকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন । কাদির এবং বিরাটের সাথে রাত কাটিয়েছিল তিনি । কিন্তু দম্পতি তাদের ব্যক্তিগত মুহূর্তগুলি ভিডিও রেকর্ড করে রেখেছিলেন । পরে ওই ভিডিও দেখিয়েই তারা তাঁকে ব্লাকমেলিং করতে শুরু করে ।
জানা গেছে,অভিযোগ দায়েরের আগেই দম্পতি অন্তর্বর্তী জামিনের জন্য আদালতে গিয়েছিলেন । কিন্তু তাঁদের আবেদনটি সম্প্রতি বাতিল করা হয়ে যায় । এরপরেই তাঁদের বিরুদ্ধে দিল্লির সেক্টর ৫০ থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয় । সোমবার দিল্লি থেকে ওই মহিলা ইউটিউবারকে গ্রেপ্তার করে পুলিশ । সেক্টর ৫০ থানার এসএইচও রাজেশ কুমার বলেছেন,’ওই মহিলা অপরাধের কথা কবুল করেছেন । টাকা ও অন্যান্য জিনিসপত্র উদ্ধারের জন্য আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি ।’ সহ অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে বলে জানিয়েছেন তিনি ।।