জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গুসকরা(পূর্ব বর্ধমান),০৭ জানুয়ারী : জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শনিবার পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহর যুব তৃণমূলের উদ্যোগে সাইকেল মিছিলের আয়োজন করা হল । গুসকরা নদীপটি থেকে মিছিল শুরু হয় । শহরের কয়েকটি ওয়ার্ড পরিক্রমা করে মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র বারোয়রি তলায় গিয়ে শেষ হয়। কয়েক’শ তৃণমূল কর্মী এই মিছিলে অংশগ্রহণ করে ।
এদিনের সাইকেল মিছিলটি মূলত যুব তৃণমূলের হলেও গুসকরার তৃণমূলের সমস্ত স্তরের নেতা নেত্রীদের মিছিলে সামিল হতে দেখা গেছে । স্থানীয় বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রাসবিহারী হালদার, শহর মহিলা সভানেত্রী নন্দিতা গাঙ্গুলী, প্রতিটি ওয়ার্ডের সভাপতি এবং শহরের ছাত্র, শ্রমিক সংগঠন ও সংখ্যালঘু সেলের সভাপতি, শহর যুব তৃণমূল সভাপতি কার্তিক পাঁজা, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলার, শহর সভাপতি দেবব্রত শ্যাম, উপ-পৌরপ্রধান বেলি বেগম ও পৌরপ্রধান কুশল মুখার্জ্জী সহ অসংখ্য তৃণমূল কর্মী মিছিলে সামিল হন।
মিছিলের শেষে বারোয়ারি তলায় অনুষ্ঠিত সভায় শহর সভাপতি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন । তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে ‘সংবিধানের অমর্যাদা’ করার অভিযোগ তোলেন । অন্যদিকে পৌরপ্রধান দাবি করেন,’জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে শুধু তৃণমূল সমর্থকদের নয় সমগ্র ভারতবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে । সুতরাং অবিলম্বে কেন্দ্র সরকারকে জ্বালানি তেলের দাম কমাতেই হবে ।’।