এইদিন ওয়েবডেস্ক,হিলি,১৭ মে : মলদ্বারের ভিতরে ৯ টি সোনার বিস্কুট লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টাকারী যুবককে গ্রেফতার করেছে হিলির (Hili) বিএসএফ (BSF) জওয়ানরা । ধৃত যুবক মতলেব আলি মন্ডলের ছেলে জিন্নাত আলি মণ্ডল । বুধবার বিকেলে হিলি থানার হাঁড়িপুকুর সীমান্ত ফটকে ওই যুবককে পাকড়াও করা হয় । ধৃতের মলদ্বার থেকে প্রায় ১০৩৯.৪৪০ গ্রাম ওজনের ৯ টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে বিএসএফ । উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য ৭৫.৫০ লাখ টাকা । বৃহস্পতিবার উদ্ধার হওয়া সোনা হিলির শুল্ক দপ্তরের অপরাধদমন শাখার হাতে তুলে দেওয়া হয়েছে।
বিএসএফ সূত্রে খবর,বুধবার বিকেলে বাংলাদেশ থেকে অবৈধভাবে কাঁটাতারের বেড়া টপকে ভারতে প্রবেশ করছিল জিন্নাত আলি মণ্ডল । একটি গোপন সূত্র থেকে সোনা পাচারের আগাম খবর পেয়ে যায় বিএসএফ । খবর পেতেই হাঁড়িপুকুর সীমান্ত ফটকে হানা দেয় দেয় বিএসএফ-এর ৬১ নম্বর ব্যাটালিয়নের এনবিএফটিআর দল । এরপর ওই যুবককে ধরে মেটাল ডিটেক্টরের সাহায্য শরীরের ভেতরে ধাতুর উপস্থিতি টের পাওয়া যায় । যুবককে হিলির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে এক্সরে করতেই মলদ্বারে সোনার বিস্কুটের হদিশ মেলে । ধৃত যুবককে আজ শুক্রবার বালুরঘাট আদালতে তোলা হবে । জানা গেছে,সোনা পাচারকারী যুবক উত্তরবঙ্গেরই বাসিন্দা । তবে তার ঠিকানা প্রকাশ করেনি বিএসএফ।।

