এইদিন ওয়েবডেস্ক,১১ জুলাই : শিকাগোর একটা মসজিদের শিশুদের জন্য ক্লাস নেওয়ার সময় কলোরাডো ইমাম করিম আবুজাইদ (Imam Karim Abuzaid) বলেছেন,তোমাদের জীবনের এক নম্বর লক্ষ্য হল একজন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করা এবং জান্নাতে যাওয়া । গত ৩০ জুন শিকাগোর দারুল কুরআন মসজিদে(Darul Quran Mosque) মুসলিম শিশুদের ক্লাস নিচ্ছিলেন ইমাম করিম আবুজাইদ । যেখানে তিনি শিশুদের মধ্যে এই শিক্ষা দিয়েছিলেন যে তাদের জীবনের এক নম্বর লক্ষ্য হল মুসলিম হিসাবে মৃত্যু এবং জান্নাতে যাওয়া। তিনি ক্লাসের ছেলেদের উত্তর দেওয়ার সময় মেয়েদের দিকে না তাকাতেও নির্দেশ দেন। গত ৩০ জুন ইমামের সেই ক্লাসের ভিডিও করিম আবুজাইদের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
করিম আবুজাইদ : ‘এই জীবনে তোমাদের এক নম্বর লক্ষ্য কী হবে? এই জীবন থেকে তোমরা কি অর্জন করতে চাও ?
শিশু: ‘জান্নাতে যাওয়া !’
আবুজাইদ: ‘জান্নাতে যেতে কী লাগে ?’
শিশু: ‘মুসলিম হিসেবে মৃত্যুবরণ করা।’
আবুজাইদ: ‘আল্লাহর কসম, শেখ ফয়সাল, সেই লোকেরা কি মুসলমান হয়ে মরতে চায়? এসো, তুমি যেমন বলতে চাও তেমনি বল। আমি একজন মুসলিম হিসেবে মরতে চাই।’
শিশু: ‘মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে হবে!’
আবুজাইদ: ‘না, না, না, দ্বিতীয়টি, আমি একজন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে চাই।’
শিশুরা: ‘আমি একজন মুসলিম হিসাবে মরতে চাই!’
আবুজাইদ:’আমি একজন মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে চাই। আমি মুসলিম হয়ে মরতে চাই। আমি কেন মুসলিম হয়ে মরতে চাই? কেন? কেন? কেন? কারণ আমি জান্নাতে যেতে চাই। আমি সেখানে গিয়ে চিরকাল বেঁচে থাকতে চাই। আমি বাথরুমে না গিয়ে খেতে চাই।’।