এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ জুলাই :পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় নিষিদ্ধ’চায়না সুতোয় জখম হলেন এক বাইক আরোহী যুবক । জখম যুবকের নাম ইন্দ্রনীল নাথ(২৫) । তাঁর বাড়ি কাটোয়া শহরের স্টেডিয়াম হাউসিংপাড়ায় । জানা গেছে,এদিন বিকেলে বাজার সেরে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই যুবক । কাটোয়া হাসপাতালপাড়ার ভিতর দিয়ে আসার সময় তাঁর গলায় চায়না সুতো জড়িয়ে যায় । তিনি এক হাতে বাইকের হ্যান্ডেল ধরে অপর হাতে সুতো ছাড়াবার চেষ্টা করেন । সেই সময় টাল সামলাতে না পেরে তিনি বাইকসহ উলটে পড়েন।
জানা গেছে, সুতোতে তাঁর গলা কেটে রক্তপাত হতে শুরু করে । পাশাপাশি উলটে পড়ার কারনে ওই যুবক হাত ও পায়ে চোট পান । তবে সেই সময় রাস্তায় কোনও ভারী যানবাহন না চলাচল করায় ও মাথায় হেলমেট থাকার কারনে বড়সড় দুর্ঘটনার হাত থেকে তিনি রক্ষা পেয়ে যান । দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । যদিও তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ।।