এইদিন ওয়েবডেস্ক,জিদ্দাহ(সৌদি আরব),২৬ মার্চ : শুক্রবার সৌদি শহর জিদ্দাহ (JIDDAH)-এর একটি তেল ডিপোতে রকেট হামলা চলিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা ।ফলে তেলের ডিপোটিতে ভয়াবহ আগুন ধরে যায় । তবে হতাহতের কোনও খবর নেই । ‘ফর্মুলা ওয়ান রেসে’র ঠিক আগেই এই ঘটনা ঘটায় ওই প্রতিযোগিতা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে । যদিও সৌদি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে যে আসন্ন গ্র্যান্ড প্রিক্স নির্দিষ্ট সময় অনুযায়ী শুরু হবে । এই হামলার বিষয়ে তাৎক্ষনিক কোনও মন্তব্য করতে রাজি হয়নি সৌদি আরাবিয়ান অয়েল কোম্পানী সৌদি আরামকো (Saudi Aramco) কর্তৃপক্ষ ।
অন্যদিকে এযাবৎ কোনও জঙ্গি সংগঠনই হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি জারি করেনি । তবে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘সৌদি আরবের অভ্যন্তরে’ একটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়ে শিগগিরই বিবৃতি জারি করবে । প্রসঙ্গত,হুথিরা ড্রোন,ক্ষেপণাস্ত্র বা মর্টার নিক্ষেপ করার সময় আগেভাগেই তা জানিয়ে দেয় ।
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় । ২০১৫ সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়েমেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট । তবে তাদের এই অভিযানে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে । উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ মানুষ ।
এর আগে গত বছরের ২০ নভেম্বর সৌদি আরবের বেশ কয়েকটি শহরে ১৪টি ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা । এই ঘটনার পর ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ১৩টি ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছিল সৌদি নেতৃত্বাধীন জোট ।।