এইদিন ওয়েবডেস্ক,বেইজিং,১০ মার্চ : একতরফাভাবে তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন শি জিনপিং । তিনি কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে বেইজিংয়ে ১৪ তম ন্যাশনাল পিপলস কংগ্রেস পার্টির সভাপতি নির্বাচিত হয়েছেন জিনপিংয় । হান জং চীনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া শি জিনপিং বেইজিংয়ের গ্রেট হল অব পিপল (গ্রেট হল অব পিপল)-এ সংবিধানের ওপর শপথ নেন। স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসাবে নির্বাচিত নির্বাচিত ঝাও লেঝি এবং সহ-সভাপতি হান জংও সংবিধানের উপর শপথ নিয়েছেন।
৬৯ বছর বয়সী শি জিনপিং আরও ৫ বছর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বছরের অক্টোবরে তিনি চীনা কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে নিযুক্ত হন। বৃহস্পতিবারের বৈঠকে শি জিনপিংয়ের পক্ষে সর্বসম্মতিক্রমে ২,৯৫২টি ভোট পড়ে ।।