এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ আগস্ট : চুরির অভিযোগ পাওয়ার ২ ঘণ্টার মধ্যেই চুরির কিনারা করে ফেললো মালদা জেলার মিলকি ফাঁড়ির পুলিশ । চুরির ঘটনার মূল পান্ডাকে গ্রেফতারের পাশাপাশি পুলিশ চুরি হওয়া সামগ্রীও উদ্ধার করল । পুলিশ জানায়,ধৃতের নাম আসিফ খান(১৮) । তার বাড়ি ইংলিশবাজার থানার ভবানীপুর এলাকায় । শনিবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । বিচারক ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার রাতে শোভানগর অঞ্চলের ভবানীপুর এলাকার এক ইট ব্যবসায়ীর গোডাউনে চুরির ঘটনাটি ঘটে । তাঁর গোডাউন থেকে নলকূপের বেশ কিছু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । ঘটনার পর মিরাজ সাফিউল নামের ইট ব্যবসায়ী এনিয়ে মিলকি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন । ব্যাবসায়ীর অভিযোগে জানান, ৯ টি নলকুপের সামগ্রী, দুটি চাষের কাজে ব্যবহৃত সাবমার্সিবল পাম্প চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা ।
জানা গেছে,ব্যবসায়ী অভিযোগের ভিত্তিতে মিলকি ফাঁড়ির ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে পুলিশ । আর তার ঠিক দুই ঘণ্টার মধ্যেই পুলিশ চুরির ঘটনার মূল পান্ডা আসিফ খান নামে এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় । উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রীও । ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, কয়েকজন মিলে তারা সেদিন চুরি করতে গিয়েছিল । পুলিশ বাকিদের সন্ধান চালাচ্ছে ৷।