এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০১ জানুয়ারি ঃ কনকনে ঠাণ্ডায় গরম পোশাক পড়ে তখন লালবাঁধের পাড়ে দাড়িয়ে রয়েছেন জবুথবু একদল মানুষ।আর হাড়কাঁপানো শীতে বুকজলে দাড়িয়ে মহানন্দে একের পর এক ডুব দিয়ে চলেছেন তিনি। দশ বিশটা নয়, দুশোটা বা পাঁচশোটা ডুব নয়। একেবারে গুণে গুণে ২০২১ টি ডুব। উপলক্ষ্য বর্ষবরণ। অভিশপ্ত ২০২০ কে বিদায় জানিয়ে নতুন বছরের প্রথমদিনে করোনামুক্তির কামনায় শুক্রবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বাসিন্দা সদানন্দ দত্ত লালবাঁধের জলে ২০২১ টি ডুব দিয়ে ২০২১ সালকে বরণ করলেন।আর সাক্ষী থাকলেন শয়ে শয়ে মানুষ। ২০২১ টি ডুব পূর্ণ করে সদানন্দ ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করলেন, ” বিদায় নিক অভিশপ্ত করোনা। জগতবাসীর মঙ্গল হোক।আলো হোক।ভালো হোক।”
২০২০ সালের প্রায় পুরোটাই বিশ্বে কাঁপন ধরিয়ে দিয়েছে করোনা ভাইরাস।বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে। লকডাউনে বন্দি করে রেখেছে আপামর জনতাকে। অর্থনীতির ভিত নড়িয়ে দিয়েছে। কার্যত ধনেপ্রানে তছনছ করে দিয়েছে মনুষ্য সমাজকে। আর ২০২১ সালে সকলেই কামনা করছেন যাতে বিদায় হয় এই অতিমারী। নতুন বছরের প্রথমদিনে প্রতিবছর পিকনিকে মাতেন সাধারণ মানুষ।আনন্দ উচ্ছলতায় দিনটি কাটাতে চান অনেকেই। তবে এদিন সদানন্দ নতুন বছরকে স্বাগত জানালেন অভিনবভাবে। এদিন সকাল থেকেই লালবাঁধের পাড়ে দেখা যায় উৎসুক মানুষের ভিড়। কনকনে ঠাণ্ডাতেও সদানন্দ ডুব দিয়ে চলেছেন লালবাঁধের জলে। সমাজের মঙ্গল কামনায় তার এই কৃচ্ছ্রসাধনকে সাধূবাদ জানিয়েছেন উপস্থিত সাধারণ মানুষ ।।
দেখুন ভিডিও :