🌺 হে আমার মা ! হে আমার বােন ! তােমরা তাে সাক্ষাৎ ভগবতী। তােমাদের দেবীত্ব যদি অক্ষুন্ন থাকে গৃহস্থের অন্তঃপুরে, তবে সে দেবীত্ব কি ঘুচে যাবে অবরােধমুক্ত হয়ে বেরিয়ে এলে? যার দৃষ্টি নীচ, যার চিত্ত মলিন, সে চায় এই সকল দেবীকে ঘরের কোণে চাপা দিয়ে রাখতে। কিন্তু আর কি তা পারা যায়। মাতৃজাতি যে আজ জেগেছেন ; মাতৃভূমিকে বন্ধনমুক্ত করবার জন্য বদ্ধপরিকর হচ্ছেন। আজ তার ডাক যে পড়েছে বিশ্বের দরবারে…।
দেশের সন্তান কি শুধু আমরা, কারার আলিঙ্গন কি শুধু আমাদের জন্য ? লাঞ্ছনা, যন্ত্রণা কি সহিতে হবে শুধু আমাদের? তা তাে হতে পারে না। শক্তিরূপিণী নারীকে বাদ দিলে কোনও পুণ্য অনুষ্ঠান যে সার্থক হবে না । তাই তােমাদের চাই, হে আমার মা, আমার বােন ! তােমাদের চাই সমস্ত নারী-সমাজকে জাগাতে- তােমাদের চাই পুরুষদের সকল পুণ্য প্রচেষ্টকে সার্থক করে তুলতে—তােমাদের চাই ভারতকে আবার গৌরব-সিংহাসনে বসাতে—তােমাদের চাই মানব-জীবনকে দেবত্বে পরিণত করতে —তােমাদের চাই এই ধরাতলকে ভগবতীর পাদপীঠে পরিণত করতে সর্বোপরি তােমাদের চাই বিশ্বময়ীর বিচিত্র রূপ বিশ্বের সম্মুখে প্রকট করতে ।
রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার কর্তৃক প্রকাশিত “মনীষী ভাবনায় নতুন ভারত” থেকে সংগৃহীত ।