এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ মে : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন । ভিডিওতে এক বৃদ্ধকে রাস্তায় জমা জলে দাঁড়িয়ে একটা বাঁশ হাতে নিকাশী নালার উপর স্লাবের খোঁচাখুঁচি করতে দেখে গেছে । যেখানে তিনি খোঁচাখুঁচি করছিলেন ঠিক তার সামনের দেওয়ালেই দমদমের তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি ব্যানার লাগানো ছিল। এরপর বৃদ্ধের মাথায় ছাতা ধরে থাকা যুবকরা তার হাত ধরে এগিয়ে নিয়ে যায় ৷ শুভেন্দু অধিকারী ওই ভিডিওর উপরে ক্যাপশনে লিখেছেন, ‘ভোট বড় বালাই! দুর্বল চিত্রনাট্য আর কাঁচা অভিনেতা’ । সেই সাথে তিনি আরও লেখেন, ‘পয়লা জুন বাঁশ দেবে ভোটাররা’ । ভিডিওতে দেখা ওই বৃদ্ধ আর কেউ নয় বরঞ্চ তিনি তৃণমূলের বিদায় সংসদ বছর ৭৬-এর সৌগত রায়। কলকাতার দমদম লোকসভা কেন্দ্রের ৩ বারের সাংসদ সৌগত । এবারেও দমদমে তাকে প্রার্থী করেছে দল ।
ঘূর্ণিঝড় রেমালের কারনে সোমবার ব্যাপক ঝড়বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে । প্রবল বৃষ্টির কারণে কলকাতার একাধিক রাস্তায় জল জমে যায় । দমদমেও একই চিত্র দেখা গেছে । তাই সঙ্গী সাথীদের নিয়ে ‘জল নিকাশি অভিযানে’ নেমে পড়েন সৌগত রায়। হাঁটুর ওপর ধুতি তুলে একটা বাঁশ হাতে নিকাশি নালার পাশে খোঁচাখুঁচি করে তাকে জল নিকাশের চেষ্টা করতে দেখা যায় । ভিডিওটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে । শুভেন্দু অধিকারী তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করে লিখেছেন, ‘১৫ বছর ধরে সাংসদ।১৫ বছর ধরে পৌরসভার ক্ষমতায়।১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায়।
কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন! ভাব খানা এমন যেন, এই ছ’ মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন! তা বাঁশটা কিন্তু দমদমের ভোটারদের চিনিয়ে দিলেন, পয়লা জুন আপনার ভাগ্যে তোলা থাকলো ।’।