এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৩ আগস্ট : মঙ্গলবার অপ্রত্যাশিতভাবে চেচনিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে নবনির্মিত একটি মসজিদ পরিদর্শন করার সময় পুতিনকে স্বর্ণ খচিত একটি কোরানের কপি উপহার দেওয়া হয় । সেই সময় পুতিনের পাশেই ছিলেন চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ । পুতিন তার সামনে বইটি চুম্বন করে সম্মান প্রদর্শন করেন । কেউ কেউ বলছেন ইউক্রেনের সাথে যুদ্ধে ব্যাকফুটে থাকা পুতিন আসলে কাদিরভকে সন্তুষ্ট করতে এই কান্ড করেছেন ।
প্রসঙ্গত,বিশ্বজুড়ে ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি নাশকতা চালিয়ে গেলেও রাশিয়াকে তারা এতদিন রেহাই দিয়েছিল । কিন্তু সম্প্রতি মস্কোর সঙ্গীত অনুষ্ঠানে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামি স্টেট হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করলে সন্ত্রাসী সংগঠনগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে দেশ জুড়ে । যদিও পুতিন সেই দাবিমত এযাবৎ কি পদক্ষেপ নিয়েছেন তা এখনো স্পষ্ট নয় । তবে পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কাদিরভ ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই যুদ্ধে তার বাহিনী রুশ বাহিনীর পাশাপাশি অংশগ্রহণ করেছে। তাই বর্তমান প্রতিকুল পরিস্থিতিতে তার সমর্থন পুতিনের জন্য অত্যন্ত জরুরি ।
ইউক্রেন যুদ্ধে বিপর্যয়ের মধ্যে চেচনিয়া সফরে যান পুতিন। ইউক্রেনীয় বাহিনী কুরস্ক এলাকার চারপাশে রাশিয়ান অঞ্চলে তাদের অনুপ্রবেশ অব্যাহত রেখেছে। তিনি রাশিয়ার সশস্ত্র বাহিনীতে চেচেনদের অংশগ্রহণকে উৎসাহিত করতে সেখানে গিয়েছেন বলে জানা গেছে। পুতিন চেচনিয়ায় একটি সামরিক একাডেমি পরিদর্শন করেন। এই একাডেমিতে ইউক্রেনে মোতায়েন করার আগে চেচেন সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হত। তিনি চেচেন যোদ্ধাদের প্রশংসা করেন।।