এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ মার্চ : ফের মতুয়া নমঃশুদ্র সম্প্রদায়ের আরাধ্যর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বিকৃত শব্দ প্রয়োগ করে বসলেন উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি পম্পা পাল । রবিবার একটি সভায় তিনি শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতভাবে উচ্চারণ করে “গরুচাঁদ” বলেন । সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে ৷ তার এই মন্তব্যের পর চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে । রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্যের তীব্র সমালোচনা করে পম্পা পালের বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন ।
বিরোধী দলনেতা তৃণমূল নেত্রীর বক্তব্যের ভিডিও ক্লিপিংস এক্স-এ শেয়ার করে লিখেছেন,’তৃণমূলের নেতা কর্মীদের হিন্দুদের অপমানিত করা একটা বদ-অভ্যাসে পরিণত হয়েছে। আজ ডালখোলায় উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি পম্পা পাল আবারো পরম পূজনীয় পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে তাকে অপমান করেছেন। এর আগে পরম পূজনীয় পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে মতুয়া ও নমঃশূদ্র সমাজকে অপমানিত করেছেন মমতা ব্যানার্জী। এই ধরণের অজ্ঞতা থেকেই প্রমাণ হয় মতুয়া সমাজকে শুধু মাত্র ভোট ব্যাঙ্ক হিসেবেই সবসময় ব্যবহার করেছে তৃণমূল। তৃণমূলের সভাধীপতি পম্পা পাল এর বিরুদ্ধে অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছি। পরম পূজনীয় পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম কে এভাবে বিকৃত করার আমি তীব্র নিন্দা করছি ।’
জানা গেছে,রবিবার রাজ্য সরকারের তরফে ডালখোলাতে নমঃশূদ্র লোকসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ওই সভায় উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালসহ তৃণমূলের নেতানেত্রীরা উপস্থিত ছিলেন । নিজের বক্তব্য রাখার সময় পম্পা পাল হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে ‘গরুচাঁদ’ বলে বসেন । তার এই বক্তব্যের ভিডিও ক্লিপিংস নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে । তৃণমূল নেত্রী পম্পা পালের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর৷ একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন,’উত্তর দিনাজপুর জেলার সভাধিপতি পম্পা পাল মহাশয়া আবারও মতুয়া মহাসঙ্ঘের ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতভাবে উচ্চারণ করেছেন । আজকের যার জন্য আমাদের শিক্ষা, দীক্ষা এবং সমাজে মাথা তুলে দাঁড়াতে পেরেছি, পতিত সমাজ মাথা তুলে দাঁড়িয়েছে, সেই গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করে ওনাকে অপমান করেছেন । শুধু উনি নয়,তৃণমূল সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আগে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছিলেন বিকৃত নাম নিয়ে । এটা ওদের ফ্যাশনে পরিণত হয়েছে । মতুয়া সমাজকে ওরা ভোটব্যাংককে হিসাবে ব্যবহার করা এবং এই নমশুদ্র সমাজের আরাধ্যকে নিয়ে কুমন্তব্য করা, বিকৃত নাম করে তাদের অপমান করা মতুয়া সমাজ কখনোই মেনে নেবে না । তৃণমূলের প্রধান থেকে শুরু করে নিচুতলার নেতারা যে ট্রেন্ড চালাচ্ছে তার প্রতিবাদে আমি মতুয়া সমাজের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা পথে নামুন । তাদের সমূলে উৎপাটিত করে মুখের ওপর জবাব দিন ।’।
“